তাহলে কি বন্ধ হচ্ছে! লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা?

পশ্চিমবঙ্গে জনগণদের জন্য যারা একটু সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কৃষ্ণনগরের একটি জনসভাতে বিধবা ভাতা এবং লক্ষ্মী ভান্ডারের কথা তোলেন । এবং সেখানে তিনি বলেন লক্ষী ভান্ডার এবং বিধবা ভাতা বন্ধ হবে না, যেকোনো পর্যায়ে রাজ্যের মহিলাদের কাছে এই ভাতার বা ভান্ডারের টাকা পৌঁছে যাবে তাদের একাউন্টে । আসুন জেনে নিয়ে যা এই সকল খবর বিস্তারিত ভাবে।

আরো পড়ো –WBBPE TET 2014 যোগ্য প্রার্থীদের সংশোধিত তালিকা প্রকাশ করল | জেনে নিন আপনার নাম আছে কিনা

মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন রাজ্য সরকারের বিনাপয়সায় চাল, ডাল, এছাড়া কন্যাশ্রী, লক্ষ্মী শ্রী, সবুজ সাথী এবং স্বাস্থ্য সাথী দিয়ে থাকছে। যেহেতু এইসব জিনিস বন্ধ হবে না সেহেতু লক্ষী ভান্ডার এবংবিধবা ভাতার টাকাও কখনো বন্ধ হবে না।

কৃষ্ণনগরের ওই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধবা মহিলারা এবং অন্যান্য মহিলারা প্রতিমাসে এই টাকা পেয়ে থাকবেন । তাই নিকটবর্তী দোয়ারে সরকার শিবিরে গিয়ে তাদের নাম নথিভুক্ত করাতে হবে। তাহলে লক্ষী ভান্ডারের টাকা এবং বিধবা ভাতার টাকা তাদের একাউন্টে পৌঁছে যাবে।

ইতিমধ্যেই প্রতিটি জেলায় দুয়ারে সরকার শিবিরে কাজ শুরু হয়ে গেছে। যদি কারো রেশন কার্ড না থাকে, স্বাস্থ্য সাথী(৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়) কার্ড না থাকে এবং কোন সরকারি প্রকল্প থেকে বাদ গিয়েছে । তাহলে তারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারে এবং তারা সেই সরকারের প্রকল্পের আওতায় চলে আসবে।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ডে ,রাজ্যের মানুষ কত টাকা পর্যন্ত পেয়ে থাকেন?

৫ লক্ষ

Leave a Comment