বিএসএনএল তরফ থেকে বুধবার নিশ্চিত করা হয়েছে যে জন্য টেলিকম অফিসারের পদে যে বিজ্ঞপ্তিটি ছড়ানো হয়েছে সেটি জাল ছিল। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব । কারা এই জাল নোটিশটি বের করেছিল? কারা এর সঙ্গে যুক্ত ছিল? কেনইবা এই নোটিশটি তারা বের করেছে? সবকিছু জেনে নেওয়া আমাদেরই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে।

আরো অনেক –MCL নতুন চাকরি নিয়োগ,আবেদন করতে পারবে নতুন শিক্ষার্থীরা | MCL RECRUITMENT 2023
বিএসএনএল সংস্থা এই যে ১১৭০৫ জন জুনিয়র টেলিকম অফিসার পদে নিয়োগ ছাড়া হয়েছিল সেটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে যে সেটি জাল নোটিশ ছিল এবং তারা স্বীকার করেছে যে তারা কোনরকম নোটিশ বের করেনি তাদের নিয়োগের জন্য।
ওই জাল বিজ্ঞপ্তিতে কর্মচারীদের বেতনের কথা বলা হয়েছিল, তারা বলেছিল যে এই পদের জন্য যেসব প্রার্থীরা নিযুক্ত হবে তাদের বেতন ১৭ হাজার টাকার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হবে।
বিএসএনএলের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের কোনরকম নিয়োগের বিজ্ঞপ্তি যদি বের হয় তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে ।কোনরকম খারাপ জালে না পড়ার পরামর্শ দিয়েছেন এবং এরকম জাল নোটিশের শিকারি যাতে না হয় সেই জন্য পরামর্শও দিয়েছেন।
আরো অনেক কিছু জানতে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট আপনি যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাকে সব খবরা খবর আপডেট দিতে থাকব।