পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আরো একটি সুখবর। যেসব প্রার্থীরা চাকরির জন্য বসে আছে আজকের প্রতিবেদন তাদের জন্য । রাজ্যের এশিয়াটিক সোসাইটিতে প্রচুর পরিমাণে গ্রুপসি তে কর্মী নিয়োগ করা হবে। সবথেকে বড় কথা হল এই কর্মী নিয়োগে কোনরকম পরীক্ষা নেওয়া হবে না, মাত্র মেধা তালিকার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আসুন জেনে নেওয়া যায় এই সকল কিছু বিস্তারিতভাবে।

আরো পড়ো- IBPS এ 11 টি ব্যাংকে কর্মী নিয়োগ, আবেদন করুন | Bank Jobs 2023
- শূন্য পদের নাম
পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুভ রিডার।
- শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিভাগের স্নাতক ডিগ্রি থেকে পাস করতে হবে এবং প্রুফ রিডিং ও পাবলিকেশন এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স সীমা
২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে
- মাসিক বেতন
২৬ হাজার থেকে ৮১ হাজার টাকা পর্যন্ত দেয়া হবে|
আবেদন করার পদ্ধতি
- অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন।
- প্রথমে এশিয়াটিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে।
- আপনাকে user id এবং পাসওয়ার্ড দেয়া হবে।
- সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার তথ্যাবলী প্রদান করতে হবে। ফরম ফিলাপ করতে হবে।
- আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
- অ্যাপ্লিকেশন ফি ৩০০ টাকা করে দিতে হবে।
Account name– The Asiatic society ,Kolkata
Bank name – Central Bank of India
branch- park Street ,Kolkata
account number- 348 9910 353
IFSC code- CBIN0280108
প্রয়োজনীয় ডকুমেন্টস
- মাধ্যমিকের এডমিট
- কার্ড আধার কার্ড এবং ভোটার কার্ড
- সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
- এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং পদের অভিজ্ঞতা
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী কোনরকম পরীক্ষা দেওয়া লাগবে না। মেধা তালিকার মাধ্যমে সকল প্রার্থীকে নিয়োগ করা হবে। যাদের নাম লিস্টে থাকবে ইমেল বা স্পিড পোস্টের মাধ্যমে তাদেরকে ইন্টারভিউ লেটার পাঠানো হবে এবং সরাসরি তারা ইন্টারভিউতে জয়েন করে উত্তীর্ণ হতে পারলেই চাকরিতে নিয়োগ হতে পারবে।
আবেদনের সময়সীমা
আবেদন পত্র জমা করার জন্য গত ১৮ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, এবং আবেদন চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত বিকাল পাঁচটা।
OFFICIAL NOTICE: Click Here