অনেকগুলো স্কলারশিপের প্রোগ্রাম বার হয়েছে। আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই স্কলারশিপের বিষয়ে আপনাকে জানাবো ।২০২৩ সালে জানুয়ারি থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি স্কলারশিপ প্রোগ্রামের জন্য আপনি আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব কিভাবে আপনি এই স্কলারশিপ এর জন্য আবেদন করবেন? এবং এ স্কলারশিপের থেকে আপনাকে কত টাকা করে দেয়া হবে? সবকিছু জেনে নেব একদম বিস্তারিতভাবে আমাদের এই বাংলা ওয়েবসাইটের থেকে।

আরো দেখুন –LIC AAO নিয়োগ 2023 নতুন শূন্যপদ | LIC AAO new Recruitment 2023
1. ফিলিপস স্কলারশিপ প্রোগ্রাম 2022-23
ফিলিপ্স এমবিবিএস ,বিডিএস ,নার্সিং ,বি ফার্ম বা স্বাস্থ্য সেবা সম্পর্কিত যেকোনো কোর্সে পড়ার জন্য ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে। এসব প্রার্থীরা দরিদ্র ঘরের থেকে আসছে তাদের জন্য এই স্কলারশিপটি খুবই ভালো।
- যোগ্যতা
যেসব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই ১২ তম শ্রেণীতে ৭০ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং পারিবারিক বার্ষিক ইনকাম ৬ লক্ষ টাকার বেশি হলে হবে না।
- পুরস্কার এবং পুরস্কার: 50,000 টাকা
- আবেদনের শেষ তারিখ: 31-01-2023
- আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন
- সংক্ষিপ্ত ইউআরএল : www.b4s.in/it/PSP14
2. রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ 2022-23
এই স্কলারশিপ এ আন্ডার গ্রাজুয়েট যে সব ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে দেয়া হয়। যেসব প্রার্থীরা তাদের আর্থিক সংকটের জন্য পড়াশোনা করতে পারে না তাদের জন্য এই স্কলারশিপটি খুবই ভালো।
- যোগ্যতা
যে সকল ছাত্রছাত্রীরা কোন ভারতীয় স্বীকৃত ইনস্টিটিউশন থেকে যেকোন স্ট্রিমে প্রথম বর্ষের ফুল টাইপ স্নাতক ডিগ্রিতে নথিভুক্ত হবে, তাদেরকে এই স্কলারশিপ দেয়া হবে। এবং 12 তম শ্রেণীতে কমপক্ষে ৬০ পার্সেন্ট নাম্বার পেতে হবে। যে সকল পরিবারই বার্ষিক ইনকাম ১৫ লক্ষ তারা এই সুযোগ-সুবিধা পাবে।
- পুরষ্কার এবং পুরষ্কার: ডিগ্রির সময়কাল ধরে INR 2,00,000 পর্যন্ত
- আবেদনের শেষ তারিখ: 14-02-2023
- আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন
- সংক্ষিপ্ত ইউআরএল : https://www.scholarships.reliancefoundation.org/
3. রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতকোত্তর স্কলারশিপ 2022-23
যেসব প্রার্থীরা স্নাতকের জন্য প্রথমবার আবেদন করেছেন তাঁরাই এই স্কলারশিপ টি পেয়ে থাকবেন। কিন্তু তার ভিতরে যারা কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ,গণিত এবং কম্পিউটার, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, উৎপাদনবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান প্রশ্ন করছেন তারাই এই স্কলারশিপের টাকা পাবে। এছাড়া পরীক্ষা গেট পরীক্ষাতে ৫০০ থেকে হাজারের ভিতর যারা স্কুল করেছে তারা এই সুযোগ-সুবিধা টা পেয়ে থাকবে।
- পুরস্কার এবং পুরষ্কার: ডিগ্রির সময়কাল ধরে INR 6,00,000 পর্যন্ত
- আবেদনের শেষ তারিখ: 14-02-2023
- আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতকোত্তর স্কলারশিপ 2022-23: আবেদনের শেষ তারিখ কবে
14-02-2023