মাধ্যমিক পাসে বিপুল চাকরি Group-C তে DM অফিস এ | WB Group-C Recruitment 2023

আরো একটি চাকরির সুখবর নিয়ে হাজির বাংলা গ্লোবাল ডট কম এর পেজে। পশ্চিমবঙ্গে বসবাসকারী বেকার যুবক যুবতীরা মোটা অংকের টাকার চাকরির জন্য আবেদন জানাচ্ছিল।আজ সেরকমই একটি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এই প্রতিবেদন। আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা না দিয়েই ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি দপ্তরীতে চাকরি দেওয়া হবে ।

WB Group-C Recruitment 2023

আরো পড়ো-তুলুন সমস্ত জায়গা থেকে (Ration) রেশন | Ration Card Update

আসুন জেনে নেয়া যাক এই চাকরির নিয়োগের বিস্তারিত সম্পর্কে।

বিষয় তালিকা

শূন্য পদের নাম

ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটের অফিসে একাউন্টেন্ট পদে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কম্পিউটারের উপর বেসিক নলেজ অর্থাৎ টালির (tally) উপর পারদর্শী হতে হবে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা

১/১০/ ২০২২ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে থাকতে হবে।

মাসিক বেতন

প্রতিমাসে প্রার্থীদের বারো হাজার টাকা করে বেতন দেয়া হবে।

ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স
  • ১-২ কপি পাসপোর্ট সাইজের ফটো
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
  • আবেদনপত্রের পিডিএফ (PDF ) ও এক কপি প্রিন্ট আউট।

নিয়োগের পদ্ধতি

ইন্টারভিউয়ের দিন সকল প্রার্থীদের সব রকম ডকুমেন্টস দেখে নেয়ার পর যে সকল প্রার্থীরা যোগ্য বলে মনে হবে তাদেরকে ইমেইল করে বা স্পিড পোস্টের মাধ্যমে নিয়োগ পত্র পাঠিয়ে দেওয়া হবে।

স্থান ও তারিখ

আগামী ১০ নভেম্বর ,২০২২ ইন্টারভিউ এর প্রক্রিয়া চালু হবে বেলা 11 টা 30 মিনিটে আপনি নির্দিষ্ট সময়ে যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনার সংশ্লিষ্ট ডিসটিক অফিসের সামনে পৌঁছে যাবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

Homepage

Leave a Comment