74 তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক লোককেই পদ্মভূষণ পদ্ম বি ভূষণ এছাড়া আরো অনেক পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেইসব লোক এর সম্বন্ধে জেনে নেবো যাদের নাম সরকারের এই লিস্টে রয়েছে। এবং এই ভুষণ বা আওয়ার্ড সম্বন্ধেও বিস্তারিত জেনে নেব। এবং তাদেরকে এই পুরস্কার গুলো কেনো দেয়া হয়ে থাকে? আসুন এই প্রতিবেদনটি ভালো করে পড়ে তাহলে আপনি জানতে পারবেন কাদের নাম রাখা হয়েছে এবং কেনো?

আরো দেখুন –দক্ষিণ রেলওয়েতে নেয়া হয়েছে অনেক পদপ্রার্থীদের, Southern Railway recruitment 2023
বিষয় তালিকা
পদ্মশ্রী সম্মান পাবেন এই সেলিব্রিটিরা
সর্বমোট 106 জন কে পুরস্কৃত করা হবে। এই 74 তম প্রজাতন্ত্র দিবসে। তার মধ্যে রয়েছে 191 জন পদ্মশ্রী,6 পদ্মবিভূষণ, 9 পদ্মভূষণ। তার মধ্যে জায়গা করে নিয়েছে সুধা মুর্তি , কুমার্মঙ্গলাম বিড়লা। এছাড়া আরো অনেক বড় বড় যারা দেশের অনেক নামকরা লোকজন।
পদ্মশ্রী পুরস্কার কি?
সরকারের তরফ থেকে এই পুরস্কারগুলোও দেয়া হয়ে থাকে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ বলতে যারা দেশের জন্য কিছু করে থাকে এবং যারা দেশের জন্য একটা বড় মাপের মানুষ। এই পুরস্কার শুরু হয়েছিল 1954 সালে ,প্রতিবছর গণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার গুলো দেয়া হয়ে থাকে।
এই পুরস্কারের ভিতরে রয়েছে পদ্মভূষণ পদ্মশ্রী পদ্ম বিভূষণ আরো অনেককিছু ।এই পুরস্কারের যেসব বিভাগ গুলো রয়েছে সেগুলো ,কলা বিভাগ, চিকিৎসা বিভাগ ,সামাজিক কার্যক্রম, বিজ্ঞান বিভাগ ,ইঞ্জিনিয়ারিং,আরো অনেক কিছু যে বিভাগের ভিত্তিতে এই পুরস্কার গুলো দেয়া হয়ে থাকে।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
কতো সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে?
1954