Aadhaar Linking এবং Duare Sarkar এর Linking প্রসেস, না জানলে বিপদে পড়বেন

রাজ্যের মানুষের জন্য এটি একটি খুবই সুসংবাদ |আগামী 30 নভেম্বর রাজ্য আবার দোয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) বসতে চলেছে| এই দোয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী,কন্যাশ্রী এছাড়া আরো সরকারের প্রকল্পের বিষয়ে আপনি নাম নথিভুক্ত করতে পারেন |আপনার যদি কোন রকম অসুবিধা থাকে তাহলে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন।এছাড়া আরও কী কী সুযোগ রয়েছে তা জেনে নেই আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম এর পেজে বিস্তারিত ভাবে।

আরো পড়ো –Old pension scheme রাজ্যে চালু হলো |যারা সরকারী চাকরি করেন না তাদের জন্য, জেনে নিন বিস্তারিত

এছাড়াও সরকার প্রাপকদের তালিকাভুক্ত করার জন্য তাদের নামগুলো আধার লিঙ্কিং করা বাধ্যতামূলক করেছে। কারণ ভবিষ্যতে দেখা যাচ্ছে যে কোন প্রকল্পের জন্য মানুষকে আধার লিংক করা বাধ্যতামূলক করা হবে।ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর জানা গিয়েছে যে রূপশ্রী,কন্যাশ্রী ছাড়া অনেক প্রকল্পে উপভোক্তাদের বা আবেদনকারী কে আধার সংযোগ করা বাধ্যতামূলক করে দিয়েছে| এই মাসের ভিতরেই এই প্রকল্পটি কাজ শুরু করা হবে এবং অতিসত্বর এই কাজটি শেষ করা হবে বলে জানানো গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

এই আধার লিঙ্কিং করার পিছনে মূল উদ্দেশ্য হলো ,কয়েকদিন আগে কেন্দ্রের নির্দেশ মিলে রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কিং করানো শুরু করেছিল| যার ফলে ধরা পড়েছিল দেড় কোটিরও বেশি ভুয়ো রেশন কার্ড| এই পথে হাঁটতে চলেছে আবার রাজ্য সরকার| যাতে করে সুবিধাভোগী লোকেরা যেন এই রূপশ্রী ,কন্যাশ্রী এবং অন্যান্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকে।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

আগামী কত তারিখে দুয়ারে সরকার প্রকল্পটি ক্যাম্প আবার বসতে চলেছে?

৩০ নভেম্বর

Leave a Comment