১,৬০,০০০ টাকা দেবে Amazon স্কলারশিপ। আবেদন কর এক্ষুন্নি, দেরি করলে হবে অসুবিধা

এই প্রতিবেদনটা পড়লেই পেয়ে যাবেন 1 লক্ষ 60 হাজার টাকার একটি বড় রকমের স্কলারশিপ ।আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে অ্যামাজন স্কলারশিপ নিয়ে আলোচনা করবো। কি করে আপনি 1 লক্ষ 60 হাজার টাকা পাবেন? কিভাবে আবেদন করবেন ?কখন পাবেন ? কত দিনের মধ্যে পাবেন? সবকিছু আসুন জেনে নেয়া যাক আমাদের বাংলা GLOBAL.COM এর ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু বিস্তারিত ভাবে।

আরো পড়ো –SBI PO Admit Card: এস বি আই এর এডমিট কার্ড বেরিয়ে গেল তাড়াতাড়ি ডাউনলোড করে নিন এই লিঙ্কে ক্লিক করে

সরকার অনেক ভালো ভালো পড়ুয়াদের বা যারা অর্থের অভাবে পড়তে পারেনা তাদেরকে টাকা দিয়ে থাকে। শুধু সরকারি প্রতিষ্ঠান নয় বেসরকারি অনেক সংস্থা তাদের পাশে এসে দাঁড়ায়। এবার একটি বেসরকারি সংস্থা এই সমস্ত পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করেছেন। প্রতিষ্ঠানের নাম হল অ্যামাজন।

তারা দেশের কম বয়সী মেয়েদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছেন। তারা যেন কোন রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তাধারার মধ্য দিয়েই স্কলারশিপটি চালু করেছেন অ্যামাজন।

বিষয় তালিকা

Amazon স্কলারশিপ :স্কলারশিপের বিবরণ

যে সকল প্রার্থীর এই স্কলারশিপের আওতায় আসবে তারা আর্থিক সহায়তা পাবে তার পাশাপাশি প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। তাদের কে বিশেষভাবে দক্ষতা প্রদান করা হবে এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ অ্যামাজন ইন্টার্নশিপের সুযোগ তাদের জন্য রয়েছে।

এই স্কলারশিপটা বিশেষত মেয়েদের জন্যই দেয়া হচ্ছে। তাদেরকে ভালোভাবে নেটওয়ার্কিং এর দুনিয়ায় এবং প্রযুক্তিগত দুনিয়ায় দক্ষতা প্রদানের জন্য এই স্কলারশিপটি প্রদান করা হচ্ছে।তারা যেন পিছিয়ে না পড়ে।

Amazon স্কলারশিপ :স্কলারশিপের নাম

অ্যামাজনের উদ্যোগে পড়ুয়াদের যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো– Amazon Scholarship। এই স্কলারশিপটি Amazon Future Engineer Scholarship নামেও পরিচিত।

Amazon স্কলারশিপ :বৃত্তির পরিমাণ

পড়ুয়াদের ১,৬০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। এই টাকা পড়ুয়াদের দেওয়া হবে মোট ৪ বছরে। প্রত্যেক বছর ৪০,০০০ টাকা করে স্কলারশিপ পাবে। স্নাতক চলাকালীন ও তারা এই টাকা পেয়ে থাকবে।

Amazon স্কলারশিপ :কতজন প্রাপক বৃত্তি পাবেন

মোট ৫০০ জনকে এই টাকাটা দেয়া হবে। এছাড়া যে আগে ফরম ফিলাপ করবে তাকেও এই টাকাটা দেয়া হয়ে থাকবে।

Amazon স্কলারশিপ :নির্বাচন প্রক্রিয়া

  • প্রার্থীকে অনলাইনের মাধ্যমে এই আবেদনপত্র জমা করতে হবে।
  • আবেদনকারী অনলাইনে মাধ্যমে তারা একাডেমিক শংসাপত্র এবং পারিবারিক ইনকাম সেইখানে দিতে হবে।
  • এছাড়া সর্বশেষে সবকিছু নির্বাচন করে এর তালিকা ভুক্ত করা হবে। যে কারা কারা এই স্কলারশিপ পেতে পারে।

Amazon স্কলারশিপ :আবেদনের প্রক্রিয়া

  • এই আবেদনটি আপনি অনলাইনের মাধ্যমে জানাতে পারেন।
  • সেখানে গিয়ে আপনি ইমেইল/ মোবাইল নাম্বার/ বা জিমেইল দিয়ে একটি একাউন্ট খুলতে হবে ।
  • তারপর আপনি অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং স্কলারশিপের পেজে চলে যাবেন ।
  • সেখানে গিয়ে “এখনই আবেদন করুন ” অপশনে গিয়ে ক্লিক করুন।
  • তারপর আপনি আবেদনের প্রয়োজনীয়তথ্য পূরণ করতে পারবেন। এবং নথিপত্র আপলোড করতে পারবেন।
  • সর্বশেষে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে।
  • এভাবেই আপনি আপনার অনলাইনের মাধ্যমে অ্যামাজন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Amazon স্কলারশিপ :প্রয়োজনীয় নথিপত্র

  • ই-আধার অথবা আপনার আসল আধারের স্ক্যান কপি
  • বার্থ সার্টিফিকেট অথবা জন্ম শংসাপত্র
  • আসন বরাদ্দ করার জন্য কাউন্সেলিং লেটার
  • টিউশন/ হোস্টেল/ মেসের প্রদত্ত রসিদ
  • কলেজ থেকে খরচের বিবরণী
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ আপনার ব্যাঙ্ক পাসবুকের কপি
  • আপনার পরিবারের আয়ের শংসাপত্র অথবা বেতন স্লিপ (৩ মাসের জন্য) অথবা আইটি রিটার্ন ফর্ম
  • ১০ ক্লাস এবং ১২ ক্লাসের মার্কশিট
  • কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেট

Amazon স্কলারশিপ :যোগ্যতা

  • স্কলারশিপের জন্য আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স এবং বিভিন্ন সংশ্লিষ্ট শাখায় অর্থাৎ BE/ বিটেক করছে পাঠরত হতে হবে।
  • আবেদনকারীকে বর্তমানে প্রথম বর্ষে পাঠরত হতে হবে ।
  • বার্ষিক ইনকাম তিন লাখ টাকা কমাতে হবে ।
  • আবেদনকারী অবশ্যই মেয়ে শিক্ষার্থী হতে হবে।
  • এই স্কলারশিপের জন্য পরিবারের প্রথম গ্রাজুয়েট মেয়ে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।তার পর আর কেউ পাবে না।

Amazon স্কলারশিপ :বৃত্তির অর্থ কবে পাবেন

 ৩১ মার্চ ২০২৩ তারিখের আগে ১ কিস্তিতে এই বৃত্তির অর্থ পড়ুয়ারা পেয়ে যাবেন। 

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

Amazon স্কলারশিপ :এই প্রকল্পের নাম কি?

 Amazon Scholarship। এই স্কলারশিপটি Amazon Future Engineer Scholarship নামেও পরিচিত।

Amazon স্কলারশিপ :এই প্রকল্পের টাকা কবে পাবে?

 ৩১ মার্চ ২০২৩ তারিখের আগে 

Amazon স্কলারশিপ :পারিবারিক ইনকাম কত থাকতে হবে তবে তারা স্কলারশিপ এর টাকা পাবে?

৩০০০০০ টাকার কম হতে হবে।

Leave a Comment