রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশেষ সুখবর। গত তিন নভেম্বর (3/11/2011) থেকে চালু হয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।
এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে, প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আবেদন গ্রহণ করা হচ্ছে। এই স্কলারশিপ এ উচ্চমাধ্যমিকে স্তর থেকে উচ্চ পড়াশোনার জন্য আপনি আবেদন করতে পারেন। আসুন জেনে নিয়ে যায় এই স্কলারশিপের বিষয়বস্তু।

আরো পড়ো-মাধ্যমিক পাশের চাকরি |বেতন 29 হাজার টাকা | Textile Govt Job | বিস্তারিত
এ স্কলারশিপ এর জন্য কারা যোগ্য প্রার্থী?
- যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পারিবারিক আয় আড়াই লক্ষ টাকা ও তার কম । তারা এই স্কলারশিপ পেতে পারে। তবে ব্যতিক্রম কন্যাশ্রী সুবিধাভোগী ,নন নেট পিএইচডি ,এমফিল পড়ুয়ার।
- এছাড়া আপনি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও সবকিছু জানতে পারেন ।
- এদের হেল্পলাইন নাম্বার হল-১৮০০১০২৮০১৪ এই নাম্বারের মাধ্যমে আপনি অনেক কিছুর বিষয়ে জানতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কত তারিখ থেকে চালু হয়েছে?
গত তিন নভেম্বর,2022
হেল্পলাইন নম্বর কত?
১৮০০১০২৮০১৪