জব কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি ( Apply Online For Job Card West Bengal)

বর্তমান সময়ে কাজ পাওয়া একটি দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আপনার বাড়ি যদি গ্রামবাংলায় হয়ে থাকে তাহলে আপনার কাজের অনেকটা বেশি অসুবিধা হয়ে দাঁড়ায়। এই কষ্ট খানিকটা দূর করতে ভারত সরকার MGNREGA নামক প্রকল্প বহুবছর আগে চালু করেছিল। মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে এই নামকরণ করা হয়। এই কাজে গ্রামের মানুষ ১০০ দিনের কাজ পেতে পারে। Banglaglobal.com ওয়েবসাইট কে ফলো করুন

ভারত সরকারের এই নতুন স্ক্রিনে প্রতিদিন 6 টাকা করে জমা করলে আপনি 1 লাখ টাকার উপরে পেতে পারেন একটি সময়ে

চলুন জেনে নেব কিভাবে আপনি এই কাজের জন্য আবেদন করতে পারবেন এবং সফলভাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।

বিষয় তালিকা

THE MAHATMA GANDHI NATIONAL RURAL EMPLOYMENT GUARANTEE ACT (MGNREGA)

২০০৫ সালে ভারত সরকারের দ্বারা এটি জনস্বার্থে চালু করা হয়। ১৯৯১ এ পি ভি নরসিমারাও যখন আসনে ছিলেন তখন প্রথম এই অ্যাক্টের প্রস্তাব দেয়া হয়। ৬২৫টি জেলা জুড়ে গোটা ভারতবর্ষে এটি সফলভাবে চালু করা হয় ২০০৫ সালে। ১৫ দিনের ভিতরে অতি দ্রুত আপনি নিযুক্ত হতে পারবেন এবং কাজের শেষে ১০ দিনের ভিতরেই আপনি সম্পূর্ণ টাকা নিজের ব্যাংকের একাউন্টে পেয়ে যাবেন।

MGNREGA যে কাজ পেতে গেলে কি কি করতে হবে?

যেহেতু এটি একটি ভারত সরকারের প্রকল্প এজন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে আবেদন করতে হবে। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বড় কাজটি করতে হবে, আপনাকে একটি বিশেষ কার্ড বানাতে হবে। যার নাম জব কার্ড। এই জব কার্ড একবার তৈরি হয়ে গেলে আপনি প্রতিবছর ১০০ দিনের কাজে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

প্রতিদিনের রোজগারের টাকা আপনার সরাসরি ব্যাংকের একাউন্টে ঢুকে যাবে। আজকের এই প্রতিবেদনে এই বিশেষ জব কার্ডটি কি করে তৈরি করতে হয় সেটি আমরা বিস্তারিত ভাবে জেনে নেব। ২০২৩এ কিভাবে আপনি এটি তৈরি করবেন এবং কিভাবে এই ১০০ দিনের কাজে যুক্ত হবেন সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে রাখুন।

আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য আবেদন করার ১৫ দিনের ভিতরে কাজের ভিতরে নিযুক্ত করা হয়

কারা এই প্রকল্পে কাজ করার জন্য যোগ্য ব্যক্তি?

  • গ্রাম বাংলার বাসিন্দা হতে হবে
  • বয়স 18 এর উপরে হতে হবে
  • ভারতের নাগরিকত্ব থাকতে হবে.
  • যাবতীয় আধার কার্ড সহ ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে

জব কার্ড (Job Card) এ আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য

  • জব কার্ডের নির্দিষ্ট ফরম বা সাদা কাগজে আবেদন করতে হবে
  • নিজের পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে
  • আবেদনকারীর ব্যাংকের বই অবশ্যই থাকতে হবে
  • আধার কার্ড ভোটার কার্ড থাকা অবশ্যই জরুরি

জব কার্ডের(MGNREGA) জন্য কোথায় আবেদন করতে হবে?

জব কার্ডের(MGNREGA) জন্য পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে আপনি আবেদন করতে পারবেন। তবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এটিই আপনি আপনার আরো নিকটবর্তী জায়গায় আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার নামক যে ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে আপনি চাইলে সেই ক্যাম্পে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। প্রধানত এই তিন রকম ভাবে আপনি জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

জব কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি ( Apply Online For Job Card West Bengal)

জব কার্ডের আবেদন করার জন্য আপনি নিজের ফোন থেকে বা নিজের কম্পিউটার থেকে এক মিনিটের ভিতরে করতে পারবেন।

  • নিজের ফোনে প্লে স্টোর থেকে Umang app অ্যাপসটি ডাউনলোড করুন
  • নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন সাইন আপ করুন
  • ফোনে ওটিপি আসবে এবং সেটি দিলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে
  • উপরের সার্চ বারে জব কার্ড(Job Card) লিখে সার্চ করুন আপনার সামনে (Job Card) চলে আসবে
  • এবার এপ্লাই জব কার্ডে(Apply Job Card) ক্লিক করে নিজের ঠিকানা এবং যাবতীয় তথ্যাদি দিয়ে সাবমিট করুন
  • আপনাকে একটি রেফারেন্স নম্বর দেয়া হবে, যখন আপনি আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে সম্পন্ন করবেন
  • পরবর্তীতে সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনি আপনার কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন এবং ভবিষ্যতে কার্ড তৈরি হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন
  • পার্টি ডাউনলোড করার পরে অবশ্য যত্ন সহকারে বুঝিয়ে রাখবেন এটি আপনার ভারত সরকারের এই(MGNREGA) কাজ পেতে সাহায্য করবে

FAQ/ বহুল চর্চিত প্রশ্ন

গ্রামে কাজ পাওয়ার প্রকল্পের নাম কি?

MGNREGA প্রকল্প

কোন অ্যাপ এর দ্বারা কোন অ্যাপ এর দ্বারা MGNREGA প্রকল্পে আবেদন করবপ্রকল্পে আবেদন করব?

প্লে স্টোর থেকে Umang app অ্যাপসটি ডাউনলোড করুন, এবং আবেদন করুন

Leave a Comment