আমাজন হোম ডেলিভারি পরিসেবার কথা জানেনা এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আজকের প্রতিবেদন আমাজনের উপর, জানানো যাচ্ছে যে অনেক প্রার্থীকেই আমাজনের থেকে ছাঁটাই করে দেয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই সকল বিষয় সম্বন্ধে আমাদের বাংলা গ্লোবাল ডট কমের পেজ মাধ্যমে।

আরো পড়ো –SSC GD 2022: কেন্দ্রীয় বাহিনীতে ২৪ হাজারের বেশি শূন্যপদে চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন
অ্যামাজনের অফিস সূত্রে জানা গিয়েছে যে, ডিভাইস গ্রুপের কিছু কর্মচারীকে ছাটাই করে দেয়া হয়েছে। এছাড়া খরচা বিভাগ এবং মানবসম্পদ বিভাগের কমপক্ষে দশ হাজার জন কর্মচারীকে ছাঁটাই করে দেয়ার লক্ষ্যে রয়েছে।
ডিভাইস গ্রুপের প্রার্থীদের বাদ দেওয়াতে অনেক সমালোচনা হয়েছে এবং অনেকে অনেক কথা বলেছেন। কর্মীদের এইভাবে বাদ দেয়াতে অনেক কর্মচারী আজ কর্ম ক্ষেত্র ছাড়া । এছাড়া অনেক বড় বড় পদের প্রার্থীরা এই ছাঁটাই এর কটুক্তি জ্ঞাপন করেছেন।
ডিভাইস গ্রুপের প্রার্থীদের বাদ দেয়ার পর আরও দশ হাজার জন প্রার্থী বাদ দেয়ার পরিকল্পনা এখনো চলছে। অর্থাৎ অ্যামাজন চাইছে যে তাদের সংস্থার 3 পার্সেন্ট কর্মশক্তি কমাতে। যার ফলে মানুষ সম্পদ এবং খরচা বিভাগের অনেক কর্মীকে ছাঁটাই করা প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে।
অ্যামাজন কিছুদিন আগে অ্যালেক্সা বলে একটি ডিভাইস বিক্রি করছিল। যার ফলে তাদের অনেক লোকশান করেও এই ডিভাইসটি বিক্রি করতে হয়েছিল । হয়তো তার জন্যই এই ছাটাই প্রক্রিয়া যার কারণে তারা চাইছে যে তাদের শেয়ারগুলো আবার এবং তাদের সবকিছু ফিরে আসুক আগের মত। সেই জন্য হয়তো এই ছাঁটাই প্রক্রিয়া। এই ছাঁটাইয়ের খবরের পরে অ্যামাজনে শেয়ারগুলি প্রায় ২% কম হয়েছে এবং বন্ধ হয়ে গিয়েছে।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
কোন বিভাগের লোককে AMAZON ছাটাই করে দিয়েছে এবং পরবর্তী আরো ছাটাই করবে?
অ্যামাজনের অফিস সূত্রে জানা গিয়েছে যে, ডিভাইস গ্রুপের কিছু কর্মচারীকে ছাটাই করে দেয়া হয়েছে। এছাড়া খরচা বিভাগ এবং মানবসম্পদ বিভাগের কমপক্ষে দশ হাজার জন কর্মচারীকে ছাঁটাই করে দেয়ার লক্ষ্যে রয়েছে।