গ্রামের সেরা bank কি বন্ধন bank ? জেনে নেব বাজার কি বলছে, আশ্চর্য হবেন

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আরিয়ান ক্যাপিটাল মার্কেট এর সম্বন্ধে জানবো এটি কি বিষয়ের উপর দেয়া হচ্ছে এবং এটি কি? সে সম্বন্ধে বিস্তারিত জেনে নেব আমাদের বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইট এ ।

আরো পড়ো –কৃষক বন্ধু তে এল বড় পরিবর্তন! না করালে টাকা পাবেন না। এক্ষুন্নি করুন, নিজের ফোন থেকে

অরিহন্ত ক্যাপিটাল মার্কেটস এনএসই 0.89% এড কল অন করেছে ।বন্ধন ব্যাংক এনএসই 0.31% যার লক্ষ্য মূল্য ২৮২ টাকা। এছাড়া বন্ধন ব্যাংক লিমিটেডের বর্তমান বাজার মূল্য 230.7 টাকা। বন্ধন ব্যাংক লিমিটেডের এন এস ই 0.08%। ২০১৪ সালে অনুযায়ী একটি ব্যাংকে কোম্পানির যার মার্কেট ক্যাপিটাল ছিল ৩৭ ৩৫৪.১৩ কোটি টাকা।

গত ৩০ শে সেপ্টেম্বর ২০২২ সপ্তাহ তিন মাসের জন্য কোম্পানিটির আয় তার আগের তিন মাসের থেকে ৩.০৮ পার্সেন্ট কম হয়েছে। আবার গত তিন মাসের আয় ১৫.৭২ পার্সেন্ট বেশি হয়েছিল। সর্বশেষ মোট মুনাফা হয়েছে ২০৯.২৭ কোটি টাকা।

মনে করা হচ্ছে যে উৎসব এবং বিয়ের মাধ্যমে ব্যাংকের ঋণের চাহিদা বাড়বে। এছাড়া কৃষকের চাহিদা রয়েছে ক্রেডিটের উপর তারা অনেক টাকা লোন নেবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ তারা মনে করছেন এটি ৯৮% থেকে ১০০% এর উপরে বৃদ্ধি পাবে এভাবে সংগ্রহের দক্ষতা নিয়ন্ত্রণ বুঝিয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংকের ওপর মহল।

ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন গত বছরে কমে গেছে। যেটা ৭% ড এসে দাঁড়িয়েছে। তাই ব্যাঙ্ক কোনরকম বড় একাউন্টের পূর্বাভাস এখন দিচ্ছে না। তারা চাইছে যে এই ইন্টারেস্ট মার্জিনটা যেন আবার সামঞ্জস্য পর্যায়ে চলে আসে। তার জন্য তারা এখন বড় বড় পদক্ষেপগুলো বন্ধ রেখেছে, তাদের লক্ষ্য এখন নেট ইন্টারেস্ট মার্জিন এর সামঞ্জস্যতা।

অনেক প্রোমোটারে আছে ব্যাংক থেকে শেয়ার ধারণ করে। যেমন ৩০ জুন ২০২২ পর্যন্ত কোম্পানিতে প্রোমোটাররা ৪০ শতাংশ শেয়ার ধারণ করেছে। যেখানে এফ আই আই এর মালিকানা ৩৫.৬৪ শতাংশ এবং ডি আই এর মালিকানা ৭.১২ শতাংশ রয়েছে।

আরো সব রকম আপডেট পেতে আমাদের বেশি যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাকে এই সকল বিষয় সম্বন্ধে খবরা খবর দিয়ে থাকবো সবার আগে।

Leave a Comment