বেতন 1 লক্ষ, কেন্দ্র সরকারের লাইব্রেরিয়ানের চাকরি | Central Govt Librarian Jobs, এক্ষুনি আবেদন করুন

চাকরিপ্রার্থীদের জন্য একটু সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকার। রাজা রামমোহন রায়ের নামে এক মস্ত লাইব্রেরী রয়েছে, এই লাইব্রেরির ঠিকানা হলো কলকাতায়। যে লাইব্রেরির তত্ত্বাবধান করেন ভারত সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়।

Librarian Jobs

আরো পড়ো-ফোনে কল করে অভিযোগ করুন দুয়ারে সরকারের জন্য

এবার সেই লাইব্রেরীতে নিয়োগ নেওয়া হচ্ছে উপযুক্ত কর্মীকে।আসুন জেনে নেয়া যায় এ বিজ্ঞপ্তি সম্পর্কে।

বিষয় তালিকা

আবেদন করার পদ্ধতি

  • প্রথমে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে আবেদন ডাউনলোড করতে হবে।
  • সবকিছু পূরণ করার পর ডাকযোগের মাধ্যমে সরাসরি নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আবেদনকারীর বয়স প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র
  • দক্ষতার প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • দুটি পাসপোর্ট সাইজের ফটো
  • স্টামসহ দুটি খামে পাঠাতে হবে।

নিয়োগের পদ্ধতি

আবেদনপত্র প্রাথমিক বাছাই এর পর অনলাইনে পরীক্ষা নেয়া হবে, এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে এই চাকরির জন্য দক্ষ প্রার্থীকে নেওয়া হবে।

ঠিকানা

To The Director General , Raja Rammohun Roy Library Foundation, Block- DD-34, Sector-1, Salt Lake City, Kolkata- 700064 

পদের নাম

ফিল্ড এসিস্ট্যান্ট

শূন্য পদ

একটি

মাসিক বেতন

৩৫ হাজার টাকা থেকে এক লাখ বার হাজার টাকা পর্যন্ত।

বয়স সীমা

৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক সহ লাইব্রেরী সায়েন্সের উপরে ডিগ্রী থাকতে হবে এবং অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটারের উপর ডিগ্রী বা ডিপ্লোমা থাকতে হবে।

আবেদন করার সময়সীমা

১১.১২.২০২২ এর মধ্যেও আপনাকে আবেদন জানাতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট –এখানে ক্লিক করুন

আবেদন করার সময়সীমা?

১১.১২.২০২২ এর মধ্যেও আপনাকে আবেদন জানাতে হবে।

শূন্য পদের সংখ্যা কয়টি?

১ টি

Leave a Comment