ভারতীয় রেলওয়েতে শুরু হল বিপুল পরিমাণে নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন | Central Railway Apprentice Recruitment

যারা যারা রেল ওয়েতে চাকরি করতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদন । বিরাট চাকরির সুযোগ এনেছে ভারতীয় রেল ।দেরি না করে আপনিও আবেদন করে দিন এই পদের জন্য। আসুন জেনে নিয়ে যা কোন পদের জন্য নিয়োগ বেরিয়েছে? এবং কতগুলো প্রার্থীকে নেয়া হবে? সবকিছু জেনে নেওয়া আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।

আরো দেখুন –অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার A গ্রুপে সরকারি চাকরির নিয়োগ| SIDBI Assistant Manager Grade A Recruitment

বিষয় তালিকা

Central Railway Apprentice Recruitment:সারসংক্ষেপ

কেন্দ্রের রেলওয়েতে নেয়া হচ্ছে অনেক প্রার্থীকে। এই পদের জন্য আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন ।আবেদন জানানোর তারিখ হল 15 ডিসেম্বর ২০২২ থেকে ১৫ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। মোট ২৪২২টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

Central Railway Apprentice Recruitment:খালি পদের সংখ্যা

  • মুম্বাই ক্লাস্টার: 1659টি পোস্ট
  • ভুসাওয়াল ক্লাস্টার: 418টি পদ
  • পুনে ক্লাস্টার: 152টি পদ
  • নাগপুর ক্লাস্টার: 114টি পদ
  • সোলাপুর ক্লাস্টার: 79টি পদ

Central Railway Apprentice Recruitment:শিক্ষাগত যোগ্যতা

যেসব প্রার্থীরা এই পথের জন্য আবেদন জানাবে তাদের ন্যূনতম ৫০% সহ দশম শ্রেণীতে এবং টুয়েলভ পাস করতে হবে । প্রার্থীদের বয়স ১৫ বছরের পূর্ণ হতে হবে এবং ২৪ বছরের বেশি হলে চলবে না।

Central Railway Apprentice Recruitment;নির্বাচন প্রক্রিয়া

এই ট্রেডে যেসব প্রার্থীকে নিয়োগ করা হবে তাদেরকে ম্যাট্রিকুলেশনের নাম্বার এবং আইআইটির নাম্বার দেখে মেধাতালিকা তৈরি করা হবে।

Central Railway Apprentice Recruitment;আবেদনের ফি

যে সকল প্রার্থীরা এই পথের জন্য আবেদন করবে তারা অনলাইনের মাধ্যমে আবেদনের ফি দিতে পারবে ।আবেদনের ফি হলো ১০০ টাকা।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

Central Railway Apprentice Recruitment;আবেদনের ফি কত

100 টাকা

Central Railway Apprentice Recruitment;আবেদনের তারিখ কত

আবেদন জানানোর তারিখ হল 15 ডিসেম্বর ২০২২ থেকে ১৫ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। মোট ২৪২২টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

Leave a Comment