DA West Bengal-Central Govt: সরকারি কর্মীদের ব্যাংকে ঢুকবে অনেক টাকা, জেনে নিন টাকা তোলার প্রক্রিয়া

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে খুবই বড় একটি সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই । ডিএ নিয়ে বড় খবর পেতে চলেছে সরকারি চাকরিজীবীরা। মনে করা হচ্ছে যে মোটা অংকের টাকা তাদের ব্যাংকের একাউন্টে ঢুকবে খুব শীঘ্রই ।আসুন জেনে নেওয়া যাক এই সকল বিষয় সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের বাংলা গ্লোবাল ডটকম পেজে।

আরো পড়ো –CIPET Recruitment: নতুন সরকারি চাকরির জন্য কিভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত তথ্য

সরকারি কর্মচারীরা আশা করছেন যে করোনা এর সময় যে ১৮ মাসের বকেয়া রয়েছে সেটা হয়তো এবার সরকারি চাকরিজীবীরা পেতে পারেন। ডিএ চালু হওয়ার সঙ্গে সঙ্গে ১৮ মাসের ডি এ পরিষেবা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

জানুয়ারী ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত এতদিনের ডি এ বকেয়া রয়েছে। এই পরিষেবাটা সরকারি চাকরিজীবী ছাড়া পেনশন ভোক্তারা ও পেয়ে থাকেন।

DA প্রদানের বিষয়ে অর্থমন্ত্রীকে সঙ্গে জাতীয় কাউন্সিলরের বেশ কয়েকবার দফায় দফায় আলোচনা হয়েছে। তবে সরকার মনে করছে যে যদি বকেয়া DA দিতে রাজি হয় তাহলে সরকারি কর্মচারীদের একাউন্টে বিপুল টাকা চলে আসবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ডিএ বাড়ানো হয়েছিল প্রতি ছয় মাস অন্তর DA বাড়ানো হয়ে থাকে। সেপ্টেম্বর মাসের ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। এখন সরকারি চাকরিজীবীরা ৩৮ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। মনে করা হচ্ছে যে সরকারি কর্মীদের বকেয়া সিদ্ধান্ত নিলে দু লাখ টাকা পর্যন্ত পেতে পারেন সরকারি কর্মচারীরা।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

কত দিনের DA বাকি আছে?

জানুয়ারী ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত এতদিনের ডি এ বকেয়া রয়েছে।

Leave a Comment