টেট পরীক্ষা নিয়ে গন্ডগোলের শেষ নেই । পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত গন্ডগোল চলছে। কলকাতায় আবার চাকরিপ্রার্থীদের বিশাল সমাবেশ। মেধা তালিকার অনিয়মের কারণে এই সমাবেশের আয়োজন করেছেন চাকরিপ্রার্থীরা। আসুন জেনে নেয়া যাক মূল উদ্দেশ্য কি ছিল এ সমাবেশের? এবং কেনই বা এ সমাবেশ আবার হল ? সকল কিছু জেনে নেব আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে।

আরো দেখুন –IISC Recruitment: এক্ষুন্নি আবেদন করুন জোরালো চাকরি পেতে, বেতন 30,000 টাকা
অবিলম্বে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা এই বিশাল সমাবেশ শুরু করেছিল শিয়ালদা থেকে এস প্লানেট পর্যন্ত। প্রতিবারই চাকরি পরীক্ষায় কোন না কোন সমস্যা দেখা দিচ্ছে। টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে অনেক প্রার্থীরাই। শুধুমাত্র টেট নয় রাজ্যের গ্রুপ ডি ,নার্সিং, মাদ্রাসা সার্ভিস কমিশন এছাড়া আরো অনেক চাকরি পরীক্ষায়। তাই এই নিয়ে আন্দোলন করেছিল অনেক চাকরি প্রার্থীরা।
অনেক প্রার্থীরাই এই সমাবেশে যুক্ত হয়েছিল এবং তারা তাদের বক্তব্য রেখেছিল। যাতে করে এই যে স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ ডি, নার্সিং ,মাদ্রাসা যেসব দুর্নীতি চলছে সেগুলো যেন আর পুনরাবৃত্তি না হয় ।সেগুলো পশ্চিমবঙ্গে সরকারকে দেখতে হবে ।কারণ এর ফলে অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়ছেন। তারা চাকরি পাচ্ছে না, টাকার অভাবে। আর যাদের টাকা রয়েছে তারা খুব সহজেই চাকরি পেয়ে যাচ্ছে। যা আমাদের সমাজের ক্ষেত্রে খুবই লজ্জাজনক বিষয়।
আরো বিষয়বস্তু সম্বন্ধে জানতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে আপনি যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাকে এই সকল বিষয় সম্বন্ধে আপডেট দিয়ে থাকব । যাতে করে আপনি কোন খবর থেকে পিছিয়ে না করেন বা বাদ না পড়ে যান।