চাকরি পরীক্ষার্থীদের জন্য আরও একটি সুখবর। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্বাস্থ্য ক্ষেত্রে তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব থেকে বড় কথা হলো এখানে কর্মীদের কোনরকম পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই চাকরিপ্রার্থীদের নিযুক্ত করা হবে।

সব রকম ইনফরমেশন আমাদের baglaglobal.com এর পাতায় আপনি পেয়ে যাবেন।তাহলে আসুন জেনে নেওয়া যাক নিয়োগের খুঁটিনাটি বিষয় সম্পর্কে।
বিষয় তালিকা
পদের নাম:-
স্বাস্থ্য সহায়ক তথা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা:-
যেকোনো স্বীকৃত সংস্থা থেকে এ এন এম[ANM] অথবা জিএনএম[GNM] কোর্স করা থাকতে হবে
মাসিক বেতন :-
নিয়োগের সঙ্গে সঙ্গে মাথাপিছু বেতন সর্বনিম্ন 13 হাজার টাকা থাকছে|
পদের নাম:-
মেডিকেল অফিসার|
শিক্ষাগত যোগ্যতা:-
স্বীকৃত সংস্থা থেকে এমবিবিএস পাস |
মাসিক বেতন:-
কর্মী কিছু মাসিক গড় বেতন ষাট হাজার টাকা থেকে শুরু|
পদের নাম:-
স্টাফ নার্স|
শিক্ষাগত যোগ্যতা :–
GNM কোর্স থাকতে হবে |
মাসিক বেতন:-
মাসিক গড় বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু|
প্রার্থীর বয়স সীমা :-
স্বাস্থ্য সহায়ক এবং স্টাফ নার্সদের পদের ক্ষেত্রে সময বয়স সীমা হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে উর্ধ্ব ৬২ বছর এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।
আবেদন করার পদ্ধতি:-
আগে থেকে কোনরকম আবেদন করার দরকার নেই একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউতে গিয়ে রিপোর্ট করতে হবে।
- প্রথমত একটি আবেদনপত্র / অ্যাপ্লিকেশন ফরমেট সংগ্রহ করতে হবে এবং A4 পেজ সাইজে বের করে নিতে হবে |
- ভালো করে সেই ফর্ম পূরণ করতে হবে অবশ্য মনে রাখতে হবে একটি বৈধ মোবাইল নম্বর ইমেল আইডি দিতে হবে |
- এছাড়া সকল প্রকার তথ্য ভালো করে পূরণ করতে হবে |
- সবার শেষে এইগুলি নিয়ে ইন্টারভিউয়ের দিন কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং ইন্টারভিউতে সরাসরি অংশগ্রহণ করতে হবে।
প্রয়োজনীয় তথ্যাবলী :-
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
- ভোটার কার্ড কিংবা আধার কার্ড
- CASTE সার্টিফিকেট যদি থাকে
- কোনোরকম ওয়ার্স এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
- বৈধ এবং সক্রিয় মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
ইন্টারভিউ এর তারিখ ও আবেদনের সময়সীমা:-
আগামী ১৯ শে নভেম্বর তারিখের ইন্টারভিউ সংঘটিত হবে |এই দিনে আপনাকে যথাযথ স্থানে গিয়ে ইন্টারভিউ এর জন্য রিপোর্ট করতে হবে|
আরো কোন ইনফরমেশন জানার থাকলে আমাদের বাংলা গ্লোবাল ডটকমের (BANGLAGLOBAL.COM) পেজে সাথে যুক্ত থাকুন। আমরা যথা সময়েই আপনাদের কাছে সকলপ্রকার ইনফরমেশন পৌঁছে দেব।