আরেকটি চাকরির খবর নিয়ে হাজির আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইট। যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা সম্পাদ্য আলোচনা করব। বছরের প্রথমে এই নতুন চাকরি পাবে অনেক চাকরিপ্রার্থীরা। কিভাবে তারা আবেদন করবে? কতজন থেকে নেয়া হবে? আরো অনেক কিছু জানতে আজকের এই প্রতিবেদন।

বিষয় তালিকা
West Bengal Govt Recruitment:শূন্যপদের সংখ্যা
ডিরেক্টর অফ টেক্সটাইল নিয়োগের প্রতি ক্লাস্টার ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে তিনজনকে নিয়োগ করা হবে। মাস্টার্স ট্রেনার হিসেবে তিনজনকে। হেল্পার হিসেবেও তিনজনকে নিয়োগ করা হবে। মোট ৯ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
West Bengal Govt Recruitment:বয়সসীমা ও বেতন
ক্লাস্টার ডেভেলপমেন্ট এক্সিকিউটিবি হিসেবে যেসব প্রার্থীরা নিয়োগ করবে তাদের বয়স ৩৮ বছরের মধ্যে হতে।আর যারা আবেদন করবে তাদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। এই তিন পদের নুন্যতম বেতন ১৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৩৫ হাজার টাকা।
West Bengal Govt Recruitment:নিয়োগ প্রক্রিয়া
কোন রকম পরীক্ষা নেয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ পত্র যোগ্য প্রাণ থেকে দেয়া হবে।
West Bengal Govt Recruitment:ডকুমেন্টস
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- বাসস্থানের প্রমাণ পত্র
- আধার কার্ড এবং ভোটার কার্ডের প্রমাণপত্র
- জাতিগত শংসাপত্র
- আগের কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
FAQ/বহু চর্চিত প্রশ্ন
West Bengal Govt Recruitment: কতজন প্রার্থীকে নিয়োগ দেয়া হবে?
9
West Bengal Govt Recruitment:মাসিক বেতন কত?
এই তিন পদের নুন্যতম বেতন ১৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৩৫ হাজার টাকা।