PM Kisan এর ১২ তম কিস্তি না পেলে এটি করুন, টাকা পেয়ে যাবেন

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি পিএম কিষান যোজনা (PM KISAN YOJANA) ১৭ অক্টোবর জারি করেছিল। এই যোজনা তে ১৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ২.৬২ কোটি কৃষক পিএম কৃষানের ১২ তম কিস্তি থেকে বঞ্চিত। কিন্তু একটা জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১২তম কিস্তি যেসব কৃষকেরা এখনো পায়নি ৩০ শে নভেম্বরের মত তাদের একাউন্টে টাকা ঢুকে যাবে।

pm kisan

আরো পড়ো- মাধ্যমিক পাসে বিপুল চাকরি Group-C তে DM অফিস এ |

Pm Kisan এর টাকা না পাওয়ার বড় কারন

  • অনেকে টাকা পায়নি তার সব থেকে বড় কারণ হলো-
  • অনেকের ই কেওয়াইসি(KYC) করানো ছিল না।
  • অনেকের জমি বাছাই করা হয়নি
  • এগুলোই হল প্রধান কারণ যার জন্য pm-kisan এর 2000 টাকা আপনার ব্যাংকে ঢোকেনি
  • পিএম কিষান যোজনা তে প্রত্যেক বছর কৃষকদের ৬০০০ টাকা করে দেওয়া হয়।

কি কি করতে হবে?

অনেকের দেখা গেছে যে কেওয়াইসি [KYC] করানো সত্বেও তাদের একাউন্টে টাকা ঢোকেনি। এতে চিন্তা করার কোন কিছু নেই|

আপনাকে কৃষিবিভাগ কার্যালয়ে গিয়ে আপনার জমির ভেরিফিকেশন করাতে হবে| তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

যদি জমির ভেরিফিকেশনেও করানো থাকে তারপরও যদি টাকা না ঢুকে তাহলে আপনার পিএম কিষান যোজনা জন্য ফরম ফিলাপ করার সময় হয়তো ভুল ভ্রান্তি হয়ে গেছে সেটাকে সংশোধন করে আপনি আবার আবেদন করতে পারবেন।সবকিছু ঠিকঠাক থাকলে অতি শীঘ্রই আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে।

কোনরকম বেশি প্রবলেম হলে আপনি সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবকিছু চেক করাতে পারেন| আপনার আধার নাম্বারের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টস ,আপনার স্ট্যাটাস সবকিছু ওখান থেকে দেখে নিতে পারেন।

সরকারি অফিসিয়াল ওয়েবসাইটhttps://pmkisan.gov.in/

এইভাবে দেখে নিন আপনার pm-kisan এর টাকা

  1. pm-kisan এর অফিশিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যান
  2. একটু নিচে নামার পরে ডান দিকের কোনায় একটি ঘড়ির সিম্বল থাকবে
  3. তার তলায় বেনিফিসারী স্ট্যাটাস (Beneficiary status) বলে লেখা থাকবে
  4. তাতে ক্লিক করুন
  5. এবার আপনার আধার নম্বর, মোবাইল নম্বর দেয়ার অপশন ওপেন হয়ে যাবে.
  6. আপনি যেকোনো একটি (আধার নম্বর/মোবাইল নম্বর) দিয়ে নিচের ক্যাপচা ফিলাপ করে Get Data ক্লিক মারুন.
  7. এবার আপনার সামনে সমস্ত তথ্য খুলে যাবে
  8. এইভাবে খুব সহজেই আপনি আপনার pm-kisan এর যাবতীয় তথ্য দেখতে পারবেন

Leave a Comment