দামোদর ভ্যালি কর্পোরেশন এ নিয়োগ হচ্ছে চাকরিপ্রার্থীদের। আমাদের এই বাংলা ওয়েবসাইটের মাধ্যমে আমরা জেনে নেব কোন কোন পদে নেয়া হচ্ছে চাকরিপ্রার্থীদের? এবং আপনি আবেদন করবেন কী করে ? এবং এর শেষ তারিখ কবে আবেদনের ? সবকিছু জানেন আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিতভাবে।

আরো অনেক –নিজে থেকেই ব্যবসা শুরু করতে পারবেন, সরকার দেবে টাকা। ভারতের এই রাজ্যে শুরু হল শিল্প প্রকল্প
বিষয় তালিকা
DVC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) বিজ্ঞপ্তি অনুযায়ী ১০০ টি শুন্য পদ রয়েছে বলেই জানানো হয়েছে।
- জিইটি (মেকানিক্যাল)- ২৭টি।
- পদজিইটি (সিভিল)- ৯টি।
- পদজিইটি (কমিউনিকেশন)- ৫টি পদ।
- পদজিইটি (ইলেকট্রিক্যাল)- ৪৫টি।
- পদজিইটি (সি অ্যান্ড আই)- ৯টি।
- পদজিইটি (আইটি)- ৫টি।
DVC Recruitment 2022: আবেদনের ফি
সকল প্রার্থীদের জন্য 300 টাকা করে আবেদনের ফি ধার্য করা হয়েছে। কিন্তু সংরক্ষিত সিটের জন্য অর্থাৎ এসসি /এসটি /PWD ও প্রাক্তন চাকরিজীবীদের জন্য কোন রকম টাকা দেওয়া লাগবে না।
DVC Recruitment 2022: নির্বাচনের পদ্ধতি
প্রার্থীকে অবশ্যই জিইটি 2022 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হবে।
DVC Recruitment 2022: আবেদনের শেষ তারিখ
31 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদন জানাতে পারবে।
DVC Recruitment 2022: যেভাবে আপনি আবেদন করবেন
অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনি একটি লিঙ্ক পাবেন |সেখানে আপনাকে ভালো করে রেজিস্ট্রেশন করতে হবে ।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
DVC Recruitment 2022: আবেদনের শেষ তারিখ কবে?
31 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদন জানাতে পারবে।
DVC Recruitment 2022: কত জন প্রার্থী দের নেওয়া হবে?
100