বেকারত্বের সমস্যা দিনকে দিন বেড়ে চলেছে। এদিকে দেশের যুবসমাজ সরকারি /বেসরকারি উভয় ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলা গ্লোবাল ডট কম (Banglaglobal.com) আজ আবার একটা নতুন চাকরির হদিস নিয়ে হাজির।

তবে অন্যান্য সরকারি চাকরির মতো পেটিএমে (paytm) এ কোন সময় বাধা নেই। পেটিএম থেকে প্রত্যেক মাসে আপনি ৩০ হাজার টাকা আয় করতে পারবেন । যদি আপনি সবকিছু সম্বন্ধে জানতে চান তাহলে আজকের খবর টা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ন হতে চলেছে।
বিষয় তালিকা
কিভাবে আপনি পেটিএম এর মারফত উপার্জন করতে পারবেন তা একবার জেনে নেওয়া যাক?
সার্ভিস এজেন্ট আইডির (service agent id) মাধ্যমে আপনি paytm এর মাধ্যমে অন বোর্ডিং দোকানের সামনে কিউআর কোড (QR CODE),সাউন্ড বক্স ,কার্ড মেশিনের মাধ্যমে উপার্জন করতে পারেন। এছাড়া এর পাশাপাশি মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, ট্রেন ,বাস, ফ্লাইট- এর টিকিট বুকিং করেও paytm এর মাধ্যমে আপনি কমিশনরূপে যথেষ্ট পরিমাণ উপার্জন করতে পারবেন।
আবেদনের প্রয়োজনীয় নথিপত্র:-
- আধার কার্ড
- সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র|
এজেন্ট সার্ভিস হওয়ার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় যোগ্যতা প্রয়োজন?
- আবেদনকারীর নিজস্ব মোবাইল ফোন থাকতে হবে
- বয়স অবশ্য ১৮ কিংবা তার বেশি হতে হবে|
আবেদন কি করে করবেন?
সাবমিট বাটনে ক্লিক করলেই পেটিএম এর তরফ থেকে আপনাকে বাকি প্রক্রিয়া সমন্ধে জানিয়ে দেওয়া হবে।
- প্রথমে পেটিএম এর অফিসের ওয়েবসাইটে যেতে হবে [https://paytm.com/psa]
- এরপর গেট এন্ড অপরচুনিটি টু আর্ন উইথ পেটিএম [Get an Opportunity to Earn with Paytm] এর অধীনে থাকা apply now অপশনে ক্লিক করতে হবে,
- প্রয়োজনীয় তথ্যাবলী লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
মাসিক আয়:-
৩০০০০ হাজার টাকা