এটি না করলে এবার থেকে আপনার মেসেজ সবাই দেখতে পারবে | তাড়াতাড়ি এটি করে নিজের গোপন জিনিস সুরক্ষিত রাখুন

জলদি জলদি করে নিন এ কাজটি। না হলে আপনি বিপদে পড়তে পারেন। আপনার ফোনের সব মেসেজ দেখে নেবে সবাই। তাড়াতাড়ি এই কাজটি করে নেন। আসুন কি কাজের কথা বলা হচ্ছে। কি কাজ করলে আপনার সব মেসেজ সবাই দেখতে পারবে না।এই সকল বিষয় সম্বন্ধে জেনে নেব আমাদের বাংলা GLOBAL.COM এর ওয়েবসাইটে বিস্তারিতভাবে।

আরো পড়ো –RBI Digital Rupee: ভারতীয় RBI নিজস্ব ডিজিটাল টাকা আবিষ্কার করলো ক্রিপটোর মতো। হা হয়ে যাবেন এর বিষয়ে জেনে, পৃথিবীতে এমন কেউ করেনি

হোয়াটসঅ্যাপ টা হল আজকের দিনে একটা প্রয়োজনীয় অ্যাপ। যার মাধ্যমে এক ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে তার মনের ভাব প্রকাশ করতে পারে। কিন্তু কেউ কখনও চাইবেনা যে তাদের মনের ভাব বা মেসেজ অন্য কোন কেউ দেখুক। সেটা নিয়েই আজকের এই আলোচনা। অনেক সময় দেখা যায় যে আজকের দিনে অনেক অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটা এই গোপনীয়তা রাখতে পারে না। অনেক সময় সেটা বেরিয়ে যায়। যদি আপনি কোন রকম ব্যবস্থা না নেন এর ফলে তাহলে আপনার অনেক প্রবলেম হতে পারে। আসুন জেনে নেয়া যাক সেই প্রবলেম থেকে বাঁচার উপায়।

হোয়াটসঅ্যাপ গুগল ড্রাইভ ব্যাকআপের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন কীভাবে সক্ষম করবেন

  • আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে WHATSAPP খুলুন।
  • তিন-বিন্দু ওভারফ্লো মেনু বোতামে আলতো চাপুন এবং সেটিংস > চ্যাট > চ্যাট ব্যাকআপে নেভিগেট করুন।
  • এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা ব্যাকআপে ট্যাপ করুন, তারপর চালু করুন-এ ট্যাপ করুন।
  • একটি পাসওয়ার্ড বা 64-সংখ্যার কী তৈরি করুন যা আপনার WhatsApp ব্যাকআপ এনক্রিপ্ট করতে ব্যবহার করা হবে।
  • তৈরি করুন আলতো চাপুন এবং একটি এনক্রিপ্ট করা ব্যাকআপ তৈরি করার জন্য WhatsApp এর জন্য অপেক্ষা করুন৷ আপনার ব্যাকআপ সেটিংসের উপর নির্ভর করে, এই ব্যাকআপটি Google ড্রাইভে আপলোড করা হয়৷ ক্লাউড ব্যাকআপ প্রক্রিয়াটি ট্রিগার করতে আপনাকে আপনার ফোন চার্জ করতে হতে পারে।

এছাড়া আপনাকে আরো অনেক কিছু জানতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকুন । আমরা প্রতিনিয়ত আপনাকে এসকল বিষয় সম্বন্ধে আপডেট দিতে থাকব। এছাড়া আপনি আপনার ফোনের পাসওয়ার্ড আরো অনেক কিছু যেগুলো আপনি অন্য জনের সঙ্গে শেয়ার করবেন না। যাতে করে আপনার পার্সোনাল জিনিসগুলো অন্য কেউ না জানতে পারে।

Leave a Comment