ESIC recruitment: রাজ্যের বাইরে বিরাট সরকারি কাজের নিয়োগ | আবেদন করলেই মিলবে চাকরি

শুধুমাত্র আবেদনের অপেক্ষায়। আপনি আবেদন করলেই পেয়ে যাবেন একটি বড় রকমের সরকারি চাকরি। আজকের এই প্রতিবেদনে আমরা সেরকমই একটি সরকারি চাকরির বিষয়ে আলোচনা করব। জেনে নেয়া যাক কি সেই সরকারি চাকরি? কিভাবে আপনি আবেদন করবেন? এবং কতগুলো শূন্য পদ রয়েছে? এই সকল কিছু আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম এর ওয়েবসাইটে বিস্তারিতভাবে।

আরো পড়ো –এক অ্যাপ্লিকেশন এ মিলবে সবকিছু! নিয়ে এলো microsoft নতুন এক অদ্ভুত জিনিস। জেনে নিন বিস্তারিত

ESIC তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর জন্য স্পেশালিস্ট গ্রেড-II (সিনিয়র স্কেল) এর জন্য আবেদন আমন্ত্রণ জানিয়েছে।

বিষয় তালিকা

ESIC recruitment:আবেদনের শেষ তারিখ কবে

আবেদনের শেষ তারিখ হলো 27 ডিসেম্বর এর মধ্যে আপনি এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

ESIC recruitment:শূন্যপদের বিবরণ 

তেলেঙ্গানা ইএসআই কর্পোরেশনে বিশেষজ্ঞ গ্রেড- II (সিনিয়র স্কেল) এর 20টি শূন্যপদ এবং তামিলনাড়ু ইএসআই কর্পোরেশনে 13টি শূন্যপদ পূরণের জন্য এই নিয়োগ ড্রাইভ পরিচালিত হচ্ছে।

ESIC recruitment:বয়স সীমা

নতুন খালির বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্য হতে হবে তার বেশি হলে সেই প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবে না।

ESIC recruitment:কীভাবে আবেদন করবেন

আবেদনকারী নির্ধারিত ফরমেটে আবেদন পত্রটি জমা দিতে পারবে এবং নিম্নলিখিত ঠিকানাতে 27 ডিসেম্বর এর আগে সেই খানে পৌঁছে দিতে হবে স্পিড পোস্টের মাধ্যমে।

তেলেঙ্গানা ইএসআই কর্পোরেশনের জন্য: আঞ্চলিক পরিচালক, ইএসআই কর্পোরেশন, পঞ্চদীপ ভবন, 5-9-23, হিল ফোর্ট রোড, আদর্শ নগর, হায়দ্রাবাদ, তেলঙ্গানা-500063।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

ESIC recruitment:আবেদনকারীর বয়স কত হতে হবে

৪৫ বছরের মধ্য হতে হবে

ESIC recruitment:আবেদন করার শেষ তারিখ কবে

২৭ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে

Leave a Comment