গ্রুপ সি পদের জন্য চালু হচ্ছে এই চাকরির ফরম ফিলাপ, বেতন 30,000 টাকা | FRI recruitment 2022:

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর। এফ আর আই তে চলছে যেসব প্রার্থীরা এইসব চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই প্রতিবেদন। আসুন জেনে নেওয়া যাক কোন গ্রুপে কতগুলো শূন্য পদে চাকরিপ্রার্থীদের নেয়া হচ্ছে? এবং আপনি আবেদন করবেন কি করে? পরীক্ষার ফি কত? সবকিছু জেনে নেবো আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিতভাবে।

বিষয় তালিকা

আরো অনেক –ভুয়োদের OMR শিট বেরিয়ে গেল, বললেন বিচারপতি

FRI recruitment 2022: সারসংক্ষেপ

ফরেস্ট রিচার্জ ইনস্টিটিউশনে গ্রুপ সি তে নিয়োগ দেয়া হচ্ছে ।এই পদের জন্য আবেদন জানাতে পারবে ২৪শে ডিসেম্বর ২০২২ তারিখ থেকে এবং এই আবেদনটি চলবে ২৩ শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে কম্পিউটার ভিত্তিক এক্সাম হবে ফেব্রুয়ারি মাসে এবং এই পদের জন্য নেয়া হবে ৭২ জন চাকরি প্রার্থীকে।

FRI recruitment 2022: খালি পদের সংখ্যা

  • টেকনিশিয়ান (ফিল্ড/ল্যাব রিসার্চ): 23
  • টেকনিশিয়ান (রক্ষণাবেক্ষণ): ০৬
  • কারিগরি সহকারী (প্যারা মেডিকেল): ০৭
  • নিম্ন বিভাগ ক্লার্ক: 05
  • ফরেস্ট গার্ড: 02
  • স্টেনো গ্রেড II: 01
  • স্টোর কিপার: 02
  • চালক সাধারণ গ্রেড: 04
  • মাল্টি টাস্কিং স্টাফ (MTS): 22

FRI recruitment 2022: বয়স সীমা

আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে হবে না। যেখানে সহকারী কারিগরি পদের জন্য নূন্যতম বয়স হতে হবে 21 বছর ।টেকনিশিয়ান এবং কারিগরি সহকারী পদের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরে বেশি হলে হবে না এবং অন্যান্য পদের জন্য বয়সের সীমা থাকতে হবে 27 বছরের মধ্যে।

FRI recruitment 2022: আবেদনের ফি

Gen/OBC/EWS বিভাগের প্রার্থীদের 1500 টাকা পরীক্ষার ফি দিতে হবে, যেখানে 700 টাকা SC/ST/PWD/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য।

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

FRI recruitment 2022: আবেদন করার তারিখ কবে?

এই পদের জন্য আবেদন জানাতে পারবে ২৪শে ডিসেম্বর ২০২২ তারিখ থেকে এবং এই আবেদনটি চলবে ২৩ শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। এ

Leave a Comment