দেশের অর্থনৈতিক অবস্থা একদম লাগাম ছাড়া হয়ে গেছে। সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এ থেকে বাদ পড়েনি রান্নাঘরের গ্যাসও। সম্প্রতি সময়ে রান্নাঘরে গ্যাসের দাম বেড়ে বারোশ টাকা পর্যন্ত হয়ে গেছিল|যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে এক বড় সমস্যা| ইতিমধ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজলা যোজনা চালু করেছিল, যাতে করে দেশের সকল মানুষ গ্যাস সিলিন্ডারের সুযোগ সুবিধা পেতে পারে।

আরো পড়ো –১০ লক্ষ চাকরি দেবে কেন্দ্র সরকার, জানুন কিভাবে চাকরি পাবেন
সে গুড়ে বালি ,রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়াতে দেশের গরীব মানুষেরা আবার পুরনো পদ্ধতিতে কাঠের মাধ্যমে রান্না কাজ শুরু করেছেন। গোটা দেশে জ্বালানি তেল কিংবা রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস একেবারে মোদি সরকারকে কাটগড়ায় তুলে ধরেছে। সবকিছু ভেবে কেন্দ্রের মোদি সরকার এই লাগামছাড়া মূল্যবৃদ্ধি টাকে একটা নির্দিষ্ট পর্যায়ে আনার জন্য এক নতুন চিন্তা ধারণা নিয়ে এসেছে|
এ অবস্থায় দেশের মানুষকে সাময়িক সুস্থিতিতে কেন্দ্রের সরকার তরফ থেকে চালু হতে চলেছে 750 টাকার কম্পোজিট গ্যাস সিলিন্ডার।
কম্পোজিট গ্যাস সিলিন্ডার কি?
এতদিন রান্নার কাজে ডমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হতো। যার ওজন ছিল ১৪.২ কেজি, আর এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার টি হল ১০ কেজি ওজনের ।যা মাত্র পাওয়া যাবে ৭৫০ টাকায়। অপেক্ষাকৃত ওজন কম হওয়ায় এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হবে।
গ্যাসের ক্ষেত্রেও কোন ভর্তুকির ব্যবস্থা নেই। আগে যে ডমেস্টিক সিলিন্ডার ব্যবহার করা হতো সেটার থেকেও সরকার ভর্তুকি তুলে নিয়েছিল আস্তে আস্তে।
তাই আর দেরি কিসের বাড়িতে নিয়ে আসুন মাত্র ৬১৯ টাকায় ১০ কেজি ওজনের কম্পোজিট গ্যাস সিলিন্ডার।