মিলবে ২ লক্ষ টাকা, দেখে নিন কিভাবে| PM Jandhan Yojna Benefit

আরো একটি বড় সুখবর নিয়ে হাজির বাংলা গ্লোবাল ডট কম। কয়েক বছর আগের কথা যখন বিজেপি তথা আমাদের প্রধানমন্ত্রী দেশের সবকিছু অনলাইন করার জন্য দেশের সকল মানুষকে জিরো ব্যালেন্স একাউন্ট খোলার পরামর্শ দেয়। দেশের কয়েক কোটি লোক এই একাউন্ট খুলে থাকে। সেই প্রসঙ্গত আজ এই প্রতিবেদন জানানো হতে চলেছে ।

Get 2 lakh rupees, see how PM Jandhan Yojna Benefit

আরো পড়ো- Paytm home earning এর দ্বারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন | 

যে সব লোকেদের জিরো ব্যালেন্সের একাউন্ট খোলা হয়েছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার বীমা সুবিধা প্রদান করা হবে।

জেনে নিয়ে যাক জনধন যোজনার সরকারি ভাবে একজন ব্যাংকের গ্রাহককে কি কি সুবিধা প্রদান করা হবে?

  • গ্রাহককে দুই লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা জনিত বীমা প্রদান করা হবে 
  • অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য আরো অনেক সুবিধা প্রদান করা হবে এমনকি পেনশনের সুবিধা নিশ্চিত করা হবে
  •  ওভার ড্রাফট এর সুবিধা 
  • গচ্ছিত টাকার উপরে সুদ 
  • বিনামূল্যে মোবাইল ব্যাংকিং এর পরিষেবা। 
  • একটি করে ডেবিট কার্ডের সুবিধা দেওয়া হবে
  • এককালীন ৩০০০০ টাকা পাবে যা মৃত্যুর পরেও পরিবারের হাতে তুলে দেওয়া হয়
  •  কেন্দ্রের যাবতীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন 
  • এছাড়া আরো অনেক অনেক সুযোগ-সুবিধা রয়েছে।

 এই জন ধন যোজনার প্রকল্পটিতে। মধ্যে জনধান যোজনা আওতায় এসব গ্রাহকরা ব্যাংকে একাউন্ট খুলেছিলেন তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠানো হয়েছে।

Leave a Comment