আজকের প্রতিবেদন সেইসব লোকেদের জন্য যারা আবাস যোজনার ঘর পেয়েছিলেন, বা পাবে বলে নাম নথিভুক্ত করেছিলেন তাদের জন্য। আসুন জেনে নিয়ে যাক এই আবাস যোজনার ক্ষেত্রে কি কি বরাদ্দ করেছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের এই সকল বিষয় সম্বন্ধ এ আমাদের BANGLAGLOBAL.COM এর পেজে বিস্তারিতভাবে।

আরো পড়ো –প্রত্যেক গ্রামে নতুন রাস্তা তৈরি হবে, এই মাত্র বললেন প্রধানমন্ত্রী | ছেলেরা bike কিনে নিলো
কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনার জন্য ৮২০০ কোটি টাকা বরাদ্দ করেছে ,যেখানে ১১.৩৬ লক্ষ বাড়ীর জন্য এই টাকাটা দেয়া হয়েছে।
যে টাকাটা কেন্দ্র সরকার মঞ্জুর করেছে তা পুরো ফান্ডের ষাট শতাংশ, বাকি ৪০ শতাংশ রাজ্য সরকার প্রকল্পটি কার্যকর করার জন্য বহন করছে।
রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী বলেছেন যে কোন কিছু না পাওয়ার থেকে দেরি করে পাওয়াটা অনেক ভালো। আগে আমরা এই তহবিলের কথা বলেছিলাম, তবে একাধিকবার চাপ দেয়ার পরে শেষে পর্যন্ত এই অনুমোদনটি কেন্দ্র সরকারের থেকে বরাদ্দ করা হয়েছে।
পঞ্চায়েত মন্ত্রী আরো বলেছেন যে, এই আবাস যোজনা বাংলা বাদে সব রাজ্যে দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী কেন্দ্রের মন্ত্রীদের সাথে দেখা করেছেন এবং এই সকল বিষয় সম্বন্ধে নথিপত্র গুলো জমা করেছেন যাতে করে তারা এই সকল সুবিধা তাড়াতাড়ি পেয়ে যায়। যে সব মানুষেরা আবাস যোজনার যে টাকা এখনো পায়নি তারাও যেন এই টাকাটা পেয়ে যায়।
মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হওয়া শ্রমিকদের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কারণ এটা তাদের সাংবিধানিক অধিকার । P&RD অনুসারে ১০০ দিনের কাজের প্রকল্প এখনো পর্যন্ত ৬৭৫০ কোটি টাকা বকেয়া রয়েছে। যা মুখ্যমন্ত্রী কে উদ্বিগ্ন করে চলেছে।
এছাড়া আরো অনেক কিছু বলেছে কেন্দ্র। যেমন তারা বলেছেন যে আবাসন প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাখা উচিত, এতে অন্য কোন নাম জড়ানো উচিত নয়।