ফুড ডিপার্টমেন্টের থেকে এক বড় সুখবর। চাকরিপ্রার্থীদের জন্য এক বিশাল চাকরির অফার। ফুড সেফটি অফিসার পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। এ বিষয়ে আরো জানতে ফুড ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট খোঁজ নিতে হবে।

আরো পড়ো-Paytm এর Service Agent Id আয় করুন Rs ৩০,০০০, বিস্তারিত জানুন
বিষয় তালিকা
আবেদনের তারিখ
আগামী ১ নভেম্বর ২০২২ থেকে ৩০ শে নভেম্বর ২০২২ পর্যন্ত আবেদন জমা করতে পারবে। অনলাইনে মাধ্যমে আবেদন জমা করতে হবে ,আর কোনরকম আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজ নিতে হবে।এছাড়া আমাদের বাংলা গ্লোবাল ডটকমের পেজে আপনি সব রকম আপডেট পেয়ে যাবেন।
পদের নাম
ফুট সেফটি অফিসার শূন্য পদের সংখ্যা ২০০ |
আবেদনকারীর যোগ্যতা
প্রার্থীদের ফুড টেকনোলজি বা ডায়েরি টেকনোলজি বায়োটেকনোলজি অথবা ওয়েল টেকনোলজি বা এগ্রিকালচার সাইন্স, ভেটেনারি সায়েন্স বা বায়ো কেমিস্ট্রি ডিগ্রী থাকতে হবে। এছাড়া প্রার্থীদের ফুড অথরিটি দ্বারা ইনস্টিটিউশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বয়স সীমা আবেদনকারীর
বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখে অনুযায়ী 18 বছর থেকে 4০ বছরের মধ্যে হতে হবে
নির্বাচনের পদ্ধতি
দুটি অংশে পরীক্ষা নেয়া হবে। পার্ট এ এবং পার্ট বি। সময়সীমা থাকবে দু’ঘণ্টা ৩০ মিনিট।
বেতন
পেয ম্যাট্রিক্স লেভেল -এল ইলেভেন -গ্রেড পে ৪২০০ টাকা
এছাড়া অন্য সকল সবকিছু জানতে অফিসিয়াল নোটিফিকেশনে বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন।