বিদ্যুৎ সহায়ক কেন্দ্রে নেওয়া চলছে কর্মীদের । আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয় সম্বন্ধে জানবো , বিদ্যুৎ বিভাগের কোন জায়গাতে নেয়া হচ্ছে অনেক কর্মীকে। কিভাবে আপনি আবেদন করবেন? কতগুলো পোস্ট খালি রয়েছে? এবং পরীক্ষার ফি কত নাকি অন্য ভাবে আবেদন করবেন? সবকিছু যেন আমাদের এই banglaglobal.com ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিতভাবে।

গুজরাট স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে অনেক পদের জন্য নিয়োগ করা হয়েছে। আবেদন তারিখ কবে, বেতন কত, নির্বাচন প্রক্রিয়া সবকিছু জেনে নেব আমাদের এই বাংলা ওয়েবসাইটের মাধ্যমে।
জিএসইসিএল বিদ্যুৎ সহায়ক গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইনে আবেদনের শুরুর তারিখ: 03 জানুয়ারী 2023
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: 23 জানুয়ারী 2023
জিএসইসিএল বিদ্যুৎ সহায়ক বেতন:
জুনিয়র সহকারী
- প্রশিক্ষণের ১ম বছর – টাকা। 17500/-
- প্রশিক্ষণের ২য় বছর – টাকা। 19000/-
- প্রশিক্ষণের 3য় বছর – টাকা। 20500/-
- প্রশিক্ষণের পর- টাকা। 25000-55800
বিষয় তালিকা
জুনিয়র ইঞ্জিনিয়ার
- ১ম বর্ষ – টাকা। 37,000/-
- ২য় বছর – রুপি ৩৯,০০০/-
শিক্ষাগত যোগ্যতা জুনিয়র সহকারী পদের জন্য
- এই পদের জন্য যেসব প্রার্থীর আবেদন করবে তাদের BA বা বি কম পাস থাকতে হবে এবং চূড়ান্ত বছরের ন্যূনতম 55% নাম্বার থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং বিসিএ, বি বি এ পাস থাকতে হবে।
- কম্পিউটার অপারেশন এর জ্ঞান থাকতে হবে। এবং ইংরেজি অথবা গুজরাটি ভাষায় ভালো জ্ঞান থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের জন্য
- ATKT ছাড়াই সপ্তম এবং অষ্টম সেমিস্টারের কমপক্ষে 55% নাম্বার পেয়ে পাস করতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE এবং বিটেক এনভারমেন্ট এর উপরে পাস থাকতে হবে।
- কম্পিউটারের উপরে জ্ঞান থাকতে হবে এবং ইংরেজী এবং গুজরাটি ভাষায় ভালো জ্ঞান থাকতে হবে।
জিএসইসিএল বিদ্যুৎ সহায়কের বয়সসীমা:
জুনিয়র সহকারী
- অসংরক্ষিত বিভাগের জন্য: 31 বছর
- সংরক্ষিত এবং EWS বিভাগের জন্য: 36 বছর
জুনিয়র ইঞ্জিনিয়ার
- অসংরক্ষিত বিভাগের জন্য: 36 বছর
- সংরক্ষিত এবং EWS বিভাগের জন্য: 41 বছর
জিএসইসিএল বিদ্যুৎ সহায়ক আবেদন ফি:
- ইউআর, এসইবিসি এবং ইডব্লিউএস – রুপি। 500/-
- ST, SC এবং PWD – 250/- টাকা
নির্বাচন প্রক্রিয়া
যেসব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবে তাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। সাধারণ জ্ঞান ইংরেজি ভাষা গণিত এবং সাধারণ, বিজ্ঞান, বিশ্লেষণাত্মক এবং যৌগিক যুক্তি, কম্পিউটার জ্ঞান এবং গুজরাটি ভাষায় 100 নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষাতে নেগেটিভ মার্কিং রয়েছে।
কীভাবে আবেদন করবেন
- প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
- সেখানে হোমপেজ আপনি অনলাইন অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করুন।
- সেখানে বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন, আপনার সব তথ্য জমা করে এটাকে আবেদন সাবমিট করে দিন।
- প্রিন্ট আউট বের করে নিন ভবিষ্যতের জন্য
FAQ/বহু চর্চিত প্রশ্ন
আবেদনে গুরুত্ব পূর্ণ তারিখ কবে?
অনলাইনে আবেদনের শুরুর তারিখ: 03 জানুয়ারী 2023
অনলাইনে আবেদনের শেষ তারিখ: 23 জানুয়ারী 2023
পরীক্ষার ফি কত দিতে হবে?
ইউআর, এসইবিসি এবং ইডব্লিউএস – রুপি। 500/-
ST, SC এবং PWD – 250/- টাকা