pm-kisan কেওয়াইসি আপডেট নিয়ে আজকের প্রতিবেদন আমরা আলোচনা করব। pm-kisan এর টাকা পেতে আপনাকে অনেকগুলো পদক্ষেপ এখনো পূরণ করতে হবে। যদি আপনার কেওয়াইসি না থাকে তাহলে আপনি এই সুযোগ-সুবিধা পাবেন না ।এবং প্রতি বছর ছয় হাজার টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ আসবে না ।আসুন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয় সম্বন্ধে জেনে নেব, কিভাবে আপনি কি করবেন ? কত টাকা করে পাবেন! সবকিছু বিস্তারিত ভাবে।

আরো দেখুন –বিদ্যুৎ সহায়ক কেন্দ্রের নতুন নিয়োগ শুরু হল। |GSECL Recruitment
বিষয় তালিকা
কেওয়াইসি আপডেট 2023
ক্ষুদ্র চাষীদের জন্য 2018 সালে কেন্দ্র সরকারের প্রকল্প টি চালু করে। এই প্রকল্পটির যারা যারা সুযোগ সুবিধা পাবে তাদের দুই বা দুই এর কম হেক্টর জমি থাকতে হবে। যদি আপনি 12 তম কিস্তির টাকা পেয়ে যান তাহলে আপনাকে e- KYC করাতে হবে ,13 তম কিস্তির জন্য। তাহলে আপনি প্রতি বছর 6 হাজার টাকা করে পাবেন। অর্থাৎ চার মাস অন্তর 2000 টাকা করে আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে। যে সকল চাষীর বয়স 18 থেকে 40 বছর মধ্যে তারা এই সুযোগ সুবিধাগুলি পাবে।
কীভাবে নিবন্ধন করবেন?
- সবার প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে pm-kisan এর রেজিস্ট্রেশন করাতে হবে।
- তারপরে রেজিস্ট্রেশন করার পরে কেওয়াইসি জন্য যে হোমপেজ রয়েছে সেইখানে গিয়ে ক্লিক করতে হবে।
- তারপর আধার কার্ড দিয়ে অন্য পেজে যেতে হবে, সেখানে আপনার ফোন নাম্বার চাইবে অর্থাৎ আধার কার্ড দেওয়ার পরে যে ফোন নাম্বারটি আপনি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে সেটি দিয়ে আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারবেন।
- এই মাধ্যমে আপনি আপনার pm-kisan নিবন্ধন করতে পারবেন।
ইকেওয়াইসি রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য
- কৃষক/স্ত্রীর নাম
- কৃষক/স্ত্রীর জন্ম তারিখ
- ব্যাংক একাউন্ট নম্বর
- IFSC/ MICR কোড
- মোবাইল নম্বর
- আধার নম্বর
- অন্যান্য গ্রাহকের তথ্য পাসবুকে পাওয়া যায় যা ম্যান্ডেট রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয়।
PM কিষাণ KYC-এর সুবিধা
pm-kisan এ e-KYC এর অনেকগুলো সুবিধা রয়েছে ।এই কেওয়াইসি করানো থাকলে আপনি আপনার ফোনের মাধ্যমে সব কিছু করতে পারবেন ।এছাড়া যেসব টাকা পয়সা আপনার ব্যাংক একাউন্টে ঢুকবে আপনি সেই বিষয়টিও খুঁটিনাটি দেখতে পারবেন। জালিয়াতি অর্থ পাচার কোন ঘটনা এড়াতে হয়েছে অনেক সাহায্য করবেন। সব দিকে তাকিয়ে কৃষকের কথা ভেবে কেন্দ্র সরকারের ব্যবস্থা নিয়েছে ।আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পটির আওতায় আসুন এবং কেওয়াইসি করিয়ে নিন।
কিভাবে CSC এর মাধ্যমে KYC আপডেট করবেন?
এসব পদক্ষেপের মাধ্যমে আপনি কেওয়াইসি আপডেট করাতে পারেন। নিচের পদক্ষেপগুলো দেয়া হলো। আপনি সবকিছু ভালো করে দেখে নিয়ে kyc করাতে পারবেন।
- কমন সার্ভিস সেন্টারে (CSC) ব্যক্তিগত যাচাইকরণের মাধ্যমে e-KYC আপডেট করতে।
- অ্যাকাউন্ট যাচাই করার জন্য প্রয়োজনীয় নথিপত্র বহন করতে হবে।
- কৃষকের আধার কার্ড
- তাদের নিবন্ধিত মোবাইল নম্বর।
- তারপর কেন্দ্রে, পিএম কিসান স্কিম বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আধার আপডেটের জন্য জিজ্ঞাসা করুন।
- তারা আপনাকে বায়োমেট্রিক লগইন করতে বলবে।
- এর পরে, আপনার অ্যাকাউন্ট খুলবে, আপনার আধার কার্ড নম্বর আপডেট করুন এবং চেক করার পরে, ফর্ম জমা দিন।
- আপনি আপনার কেওয়াইসি আপডেট করার সাথে সাথে নিবন্ধিত মোবাইল নম্বরে আপনাকে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
আরো অনেক কিছু জানতে কিভাবে আপনি সবকিছু করবেন আমরা অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনি সেখানে গিয়ে সবকিছু দেখতে পারবেন। এছাড়া আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে প্রতিনিয়ত এই সকল বিষয় সম্বন্ধে আপডেট দেয়া হবে । যাতে করে আপনি কোন রকম প্রকল্প থেকে বিরত না থেকে যান এবং আপনি সব কিছুই এই ওয়েবসাইটের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করু