কিভাবে জোমাটো তে খাবার অর্ডার করবেন এবং কিভাবে কুপন কোড ব্যবহার করবেন? | How to Order Food on Zomato & apply coupons

সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনধারণের পরিকল্পনা। বর্তমান সময়ে আমরা ঘরে বসেই সমস্ত জিনিস পেয়ে যাই। খুব সহজে বর্তমানে আমরা ঘরে বসে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি জোমাটো থেকে খাবার অর্ডার করতে পারি। নিজেদের পছন্দসই রেস্টুরেন্ট থেকে আমরা খাবার অর্ডার করি। তবে অনেক সময় একটি সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হয়ে থাকি। সাধারণত রেস্টুরেন্টের খাবারের দামে থেকে ডেলিভারি অ্যাপে বেশি দাম নেয়া হয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কুপন কোড ব্যবহার করি জোমাটো অ্যাপ্লিকেশনে। সেখানে আমরা 50% বা তারও বেশি শতাংশ ছাড় পেয়ে থাকি খাবারের উপরে। আজকের এই লেখাটিতে জানবো কিভাবে আপনি সঠিক কুপন কোড জোমেটো তে ব্যবহার করতে পারবেন এবং কিভাবে সম্পূর্ণ একটি খাবার আপনি জমাটো অ্যাপ্লিকেশনের দ্বারা নিজের ফোন থেকে অর্ডার করতে পারবেন। খুব সহজ ভাষাতে আমরা জোমেটো থেকে খাবার অর্ডার করা এবং কুপন কোড কিভাবে ব্যবহার করতে হয় এর সম্পর্কে জেনে নেব।

বিষয় তালিকা

জোমেটো আসলে কি?

জোমাটো হল একটি খাবার ডেলিভারি করার কোম্পানি। এই কোম্পানি খুব সহজে আপনার বাড়িতে খাবার পৌঁছে দেয়। জোমেটো কোম্পানির অনলাইন ওয়েবসাইট রয়েছে এবং অ্যাপ্লিকেশন রয়েছে যেটি দ্বারা আপনি নিজের ফোন থেকে খাবার অর্ডার করতে পারবেন। জোমাটো কোম্পানি ভারতে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ফুড ডেলিভারি কোম্পানি। ভারতের বেশিরভাগ মানুষ ঘরে বসে জোমাটো অ্যাপ্লিকেশনের দ্বারা খাবার অর্ডার করে।

জোমেটো কুপন কোড আসলে কি এবং কিভাবে ব্যবহার করবেন?

অ্যামাজন ফ্লিপকার্ট বাকি কোম্পানির মত নিজস্ব কুপন কোড রয়েছে। এই কুপন কোড টি ব্যবহার করলে আপনার খাবারের উপরে আপনি অধিক শতাংশ ছাড় পেয়ে যাবেন ফলে আপনার খাবারের দাম অনেকটা কমে যাবে। জোমাটো কুপন কোড আপনি জোমাটো অ্যাপ্লিকেশনে এবং ওয়েব সাইটে ব্যবহার করতে পারবেন খুব সহজে। নিচে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপনি Zomato কুপন কোড ব্যবহার করতে পারবেন।

জোমেটো তে খাবার অর্ডার এবং কুপন কোড কিভাবে ব্যবহার করবেন তার স্টেপ বাই স্টেপ লিস্ট

  • সবার প্রথমে আপনাকে জোমেটো অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে বা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন।
  • ওয়েবসাইট বা মোবাইলের মাধ্যমে আপনি জোমাটো অ্যাপ্লিকেশনে সাইনা / লগইন করে নেবেন।
  • রেজিস্ট্রেশন করার সময় আপনার নিজের নাম ফোন নম্বর এবং যাবতীয় সাধারণ তথ্য প্রদান করবেন।
  • তারপর পছন্দসই রেস্টুরেন্টের নাম সিলেক্ট করে নেবেন।
  • যে খাবারগুলো খেতে ভালোবাসবেন সেই খাবার গুলিকে এ যোগ করবেন।
  • তারপর চেক-আউট অপশনে ক্লিক করবেন।
  • কুপন কোড এর যে অপশনটি রয়েছে সেখানে আপনার নির্দিষ্ট কুপন কোড দিয়ে এপ্লাই বাটনে ক্লিক করবেন।
  • আপনার ডেলিভারি এড্রেস সেখানে যুক্ত করবেন।
  • একদম শেষে নির্দিষ্ট পেমেন্ট মেথড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন।

নিচের বিস্তারিতভাবে জোমাটো কুপন কোড কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে জোমাটো থেকে খাবার অর্ডার করবেন তার সম্পূর্ণ বিবরণ দেয়া হয়েছে।

1. জোমেটো অফিশিয়াল ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশন এ যান।

নিজের ফোনে গুগল প্লে স্টোর থেকে জোমেটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। ফোন থেকে জোমেটো তে খাবার অর্ডার করলে বেশি সুবিধা পাবেন। কুপন কোড আরো অনেক সুবিধা এখানে পাবেন।

2. ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে Zomato তে সাইনআপ বা লগইন করুন

আপনার যদি প্রথম থেকেই জমেছে একাউন্ট থাকে তাহলে লগইন করুন। যদি আপনার প্রথম থেকে জনধন একাউন্ট না থাকে তাহলে সবার আগে নিজের নাম এবং সাধারণ তথ্য দিয়ে জোমেটো অ্যাপ্লিকেশনে নিজের নাম নথিভুক্ত করুন। আর যদি আপনার আগে থেকেই নিজের নাম নথিভুক্ত করা হয়ে থাকে তাহলে আপনার নিজের মোবাইল নম্বর দিয়ে সেখানে লগইন করুন। আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটি প্রদান করলেই আপনার Zomato অ্যাপ্লিকেশনে লগইন হয়ে যাবে।

3.আপনার নিকটবর্তী রেস্টুরেন্ট নির্বাচন করুন

লগইন করার পর আপনার সামনে অনেকগুলি রেস্টুরেন্ট খুলে যাবে। এই সমস্ত রেস্টুরেন্ট গুলি আপনার বর্তমান লোকেশন এর কাছাকাছি অবস্থান করবে। আপনার পছন্দসই একটি রেস্টুরেন্টে ক্লিক করুন ঠিক যেমনটা নিচের ছবিতে দেয়া রয়েছে। আপনি এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন।

4. পছন্দসই খাবার গুলো সিলেক্ট করুন

নিজের পছন্দসই রেস্টুরেন্টের ঢুকার পর আপনার সামনে সেই রেস্টুরেন্টের তালিকা খুলে যাবে। বিভিন্ন ধরনের পদের খাবার আপনার সামনে থাকবে। যে খাবারগুলো খেতে আপনার ইচ্ছা করছে সেই খাবার গুলি সিলেক্ট করে নিন। অ্যাড অপশন এ ক্লিক করে খাবার সিলেক্ট করতে পারবেন। খাবার সিলেট করা হয়ে গেলে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে যাব।

5. জোমেটো অ্যাপ্লিকেশনের চেক আউট করুন।

আশা করছি আপনার পছন্দসই খাবার আপনি বেছে নিয়েছেন এবার আপনাকে কিছু কাজ করতে হবে। নিচে আপনার টোটাল খাবারের দাম দেয়া থাকবে যেগুলি আপনি অর্ডার করেছেন। আপনি এখান থেকে অর্ডার করতে পারেন কিন্তু খাবারের দাম কমাতে আমরা এখন কুপন কোড ব্যবহার করব

6.জোমেটো তে কিভাবে কুপন কোড ব্যবহার করবেন?

চেক আউট করার পরে আপনার সামনে একটি অপশন থাকবে ইউজ কুপন নামে। সেই জায়গায় ক্লিক করার পড়ে আপনি একটি নতুন পেজে চলে আসবেন। আপনার কাছে যদি ভালো অফারের কোন কুপন থাকে তাহলে আপনি সেটা প্রদান করুন। এতে আপনার মোট বিল এর উপরে অনেকটাই ছাড় পেয়ে যাবেন।

7. জোমেটো অ্যাপ্লিকেশনে নিজের ডেলিভারি এড্রেস যুক্ত করুন।

এইবার আপনাকে নিজের স্থানের অ্যাড্রেস যুক্ত করতে হবে। আপনি যদি নিজের স্থানে খাবার পেতে চান তাহলে নিজের বর্তমান লোকেশন যুক্ত করুন। যদি আপনি অন্যের স্থানে খাবার পাঠাতে চান তাহলে তার লোকেশন টি ওখানে টাইপ করে লিখে দিন। এইভাবে আপনি জমাট অ্যাপ্লিকেশনের নিজের ডেলিভারি এড্রেস যুক্ত করতে পারবেন।

8. সর্বশেষে আপনার খাবারের বিল পেমেন্ট করুন Zomato তে

আপনার যদি উপরের সবকিছু করা হয়ে থাকে সঠিকভাবে তাহলে এবার আপনার টাকা দেওয়ার পালা। পেমেন্ট অপশনে গেলে আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন পেয়ে যাবেন। ইউবিআই নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ক্যাশ অন ডেলিভারি বিভিন্ন উপায়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার পছন্দসই একটি অপশন সিলেক্ট করুন। এবং আপনার খাবারের পেমেন্ট করে দিন। ক্যাশ অন ডেলিভারি করলে আপনার সুবিধা হবে তবে আপনি অনলাইন ডেলিভারি তে বেশি ছাড়া পাবেন।

Leave a Comment