সুখবর নিয়ে হাজির বাংলা গ্লোবাল ডট কম এর পেজে। যেসব ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করে চাকরির আশায় বসে রয়েছে তাদের জন্য আজ এই প্রতিবেদন।কেন্দ্রীয় সরকারের NATS অধীনস্থ Board of Practical Training ডিপার্টমেন্টাল লোয়ার পদে অনেক কর্মীদের নিয়োগ করা হবে। এই পদের জন্য কোনরকম পরীক্ষা হবে না। ইন্টারভিউ মাধ্যমে প্রার্থীকে নিযুক্ত করা হবে।

বিষয় তালিকা
শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, প্রতি মিনিটে 30 টি হিন্দি এবং 35 ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা
আবেদনকারীর বয়স ২৭ এর মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব ধরা হবে 22/11/2022 থেকে।
বেতন
প্রতি মাসিক বেতন ১৯,৬০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত হবে।
আবেদনের প্রক্রিয়া
এই আবেদন করার জন্য সকল প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে যেসব ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে সেগুলো পূরণ করতে হবে। এবং যেসব মোতাবেক যেগুলো স্ক্যান করে সেইগুলো সেখানে দিয়ে ফরম ফিলাপ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- শিক্ষাগত যোগ্যতার সব নথিপত্র
- মাধ্যমিকের এডমিট কার্ড
- কম্পিউটার সার্টিফিকেট
- আধার কার্ড
- পাসপোর্ট সাইজের ফটো এবং নিজস্ব সিগনেচার
আবেদনের তারিখ
একমাস যাবত চলবে এই আবেদন। গত ২৩/১০/২০২২ থেকে শুরু হয়েছে চলবে ২২/১১/২০২২ তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTICE: CLICK HERE