জয় হিন্দ। ভারতীয় বায়ু সেনাতে আবার কাজের সুযোগ । মাধ্যমিক পাশেই মিলবে এই চাকরি ।কত টাকা বেতন রয়েছে? তাও জেনে নেব আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে এবং জানবো কিভাবে আপনি আবেদন করবেন কোথায় এর প্রস্তুতি পিরিয়ড চলবে? সবকিছু জেনে নেব আমাদের এই প্রতিবেদন বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে।

আরো দেখুন –WBPSC Recruitment: রাজ্যের সবচেয়ে বড় চাকরির আবেদন শুরু হয়েছে, Apply Now
বিষয় তালিকা
IAF RECRUITMENT:সারসংক্ষেপ
ভারতী বিমান বাহিনীতে ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি শাখায় নেয়া হচ্ছে। পদপ্রার্থী আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন এবং তারা অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন জানাতে পারেন। ১ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে ৩০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। এখানে আপনি সব রকম নির্দেশিকা পেয়ে যাবেন।
IAF RECRUITMENT:শাখার নাম এবং শূন্যপদ

IAF RECRUITMENT:বয়স সীমা
- ফ্লাইং ব্রাঞ্চ পদে যেসব প্রার্থীরা আবেদন জানাবে তাদের বয়স কুড়ি থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।DGCA দারাজারি করা বৈধ এবং বর্তমান বাণিজ্যিক পাইলট লাইসেন্সের প্রার্থীদের জন্য ঊর্ধ্ব বয়স হবে ২৬ বছরের মধ্যে।
- গ্রাউড ডিউটি পদের জন্য যেসব প্রার্থীর আবেদন জানাবে তাদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্য হতে হবে।
IAF RECRUITMENT:প্রশিক্ষণের সময়কাল
যারা যারা এই পদের জন্য নির্বাচিত হবে তাদের প্রশিক্ষণ নেয়া হবে দুন্ডিগাল,হায়দ্রাবাদে। যেসব প্রার্থীরা ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি শাখা গুলিতে প্রশিক্ষণ নেবে তাদের সময়কাল থাকবে ৭৪ সপ্তাহ এবং গ্রাউন্ড ডিউটি ( নন টেকনিক্যাল) শাখা গুলিতে যারা যোগদান করবে তাদের প্রশিক্ষণ সময়কাল থাকবে ৫২ সপ্তাহ।
IAF RECRUITMENT: মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে 56 হাজার টাকা থেকে ১ লাখ ৭৭ হাজার টাকা পর্যন্ত।
IAF RECRUITMENT:কিভাবে আবেদন জানাবেন
আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু তথ্য পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারা তাদের আবেদন পত্র জমা করতে পারবেন ।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
এছাড়া আরো অনেক কিছু জানতে আমাদের এই বাংলা ওয়েবসাইটের সঙ্গে আপনি যুক্ত থাকুন আমরা প্রতিনিয়ত আপনাকে আপডেট দিতে থাকব।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
IAF RECRUITMENT:আবেদনের তারিখ কত
১ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে ৩০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে।
IAF RECRUITMENT:মাসিক বেতন কত
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে 56 হাজার টাকা থেকে ১ লাখ ৭৭ হাজার টাকা পর্যন্ত।