নতুন বছরে অর্থাৎ ২০২৩ সালে কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মীদের জন্য রয়েছে অনেকগুলো সুখবর |নতুন বছরের শুরুতেই তারা পেতে চলেছে বিনিয়োগের সুযোগ সুবিধা গুলো |এছাড়া আরো তিনটি বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে| যে সিদ্ধান্ত গুলোতে কর্মীরা অনেক লাভবান হবে।

আরো পড়ো –Jawahar Navodaya Vidyalaya (JNV) | এক্ষুনি আবেদন করুন, বেতন 1 লাখ 30 হাজার টাকা
সব থেকে বড় সুবিধামূলক ব্যাপারটা হলো তাদের বেতন সংক্রান্ত বিষয়| দীর্ঘদিন চাহিদা রয়েছে সরকারি কর্মচারীদের এই বিষয়ে|এটা মাথায় রেখে ২০২৩ সালে সিদ্ধান্তগুলো নিতে পারে সরকার।
বিষয় তালিকা
ফিটমেন্ট ফ্যাক্টর টা কি?
২০২৩ সালে সরকারি কর্মচারীদের জন্য যে সুখবর গুলো রয়েছে তা হলো ডি এ এইচ আর এ টি এ পদোন্নতির পর, ফিট মেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার |কেন্দ্র সরকার জানিয়েছে যে, হয়তো এই বছর ৮ হাজার টাকা করে বেতন বাড়ানোর কথা বিবেচনা করা হবে|বর্তমান কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের ন্যূনতম বেতনের ১৮ হাজার টাকা । আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাজেট পেশার সময় বাড়বে বলে জানানো গিয়েছে।
DA কি?
কেন্দ্র সরকার কর্মচারীদের জন্য প্রতি মাস অন্তর DA নিয়ে পর্যালোচনা হয়ে থাকে এবং প্রতি চার মাস অন্তর বাড়ানোর কথা থাকে| ২০২৩ সালে এই DA বাড়বে বলে মনে করছে কেন্দ্র সরকার কর্মচারীরা। আগামী বছর ৪ শতাংশ DA বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার।
পুরনো পেনশন প্রকল্প পেতে পারেন
এই বছর কেন্দ্র সরকার কর্মচারীরা হয়তো পুরনো সরকার পেনশন প্রকল্পের আওতায় আসতে পারেন |২০২১ সাল থেকে চালু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকারের সূত্রে| কয়েকটি রাজ্যে পুরনো পেনশন কার্যকর করেছে |এর মধ্যে পাঞ্জাব পুরনো পেনশন স্কিম নিয়ে আইন মন্ত্র মতামত চেয়েছিলেন |
সূত্রের খবর সপ্তম বেতন কমিশনার অধীনে মোদি সরকার ২০২৪ সালের আগে কেন্দ্র কর্মীদের জন্য এই প্রকল্প কার্যকর করতে পারে এবং এই সুযোগ-সুবিধা টা সকল কেন্দ্র সরকার কর্মীরা পেয়ে থাকবে।পুরনো পেনশন প্রকল্প চালু হলে মানুষের অনেক চিন্তার দিন শেষ হবে ।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
DA কত শতাংশ বেতন ইনক্রিমেন্ট করা হয়?
৪%