আরেকটি নতুন চাকরির খোঁজ নিয়ে হাজির আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ।এখানে আমরা মহিলাদের জন্য একটি চাকরি বিষয় সম্বন্ধে জানবো ।কতজন মহিলাকে নেয়া হচ্ছে? কিভাবে তাদেরকে কাজের দায়িত্ব দেয়া হচ্ছে? এছাড়া আরো অনেক কিছু জেনে নেওয়া আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিতভাবে।

আরো দেখুন –TET EXAM: টেট এর রেজাল্ট নিয়ে ফের জল্পনা! তাহলে এবার ও কি পরীক্ষার্থীরা পড়বে বিপদে? জেনে নিন আসল সত্য
আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি তেলেঙ্গানার একটি আইটিসি কোম্পানিতে প্রায় মহিলাদের অনেক নিয়োগ দেয়া হয়েছে। তাদের প্রায় ৭৫ শতাংশ মহিলা সেই কাজে যুক্ত হয়েছেন। এছাড়া MYSORE এর অনেক কারখানাতে 50% নারীদের নেওয়া হয়েছে । এছাড়া ওড়িশাতে মহিলাদের কাজের সংখ্যা বেড়েছে।
এই চাকরিটির নাম হল নীল কলার চাকরি। এই চাকরিতে প্রথমত মহিলাদের নিয়োগের ক্ষেত্রে অনেক অসুবিধা ছিল, কিন্তু পরবর্তীতে স্টেক হোল্ডারের সাথে সক্রিয়ভাবে কাজ করে তাদের কাজের পরিবেশ তৈরি করে, নারীদের অনেক কাজের উৎসাহিত করা হয়েছে।
সাম্প্রতিকালে আইটিসি কোম্পানিতে অনেক রকমের প্রোডাক্ট বানানো হচ্ছে। যেমন স্নাক্স এর বিস্কুট ,কেক, BINGO আশীর্বাদ আটা। প্রায় ১৩ টি মালিকানাধীন কারখানাগুলোতে এই অ্যাক্সেস রয়েছে যেখানে মহিলারা কাজ করছে ।এই কাজের সঙ্গে সঙ্গে তাদের অনেক রকম সুযোগ-সুবিধা দেয়া হয়ে থাকে। তাদের মাতৃকালীন ছুটি ,মহিলাদের কোনরকম সমস্যা হলে সেই বিষয়বস্তু দেখে এই কর্পোরেশনের আধিকারিকরা।
সব থেকে বেশি ১৮ থেকে ৩১ বছরের মহিলারা এই বিষয়ে আবেদন করছে বা তাদের করা উচিত। এই কাজটিতে সব থেকে বেশি উদ্যোগ নিয়েছে মুম্বাই এবং দিল্লির মতো মেট্রোপলিটন শহরগুলো, তারপরে পুনে , ব্যাঙ্গালোরের এবং কলকাতার তাদের পরের স্থান দখল করেছে।
এই কাজের ফলে মহিলারাও অনেক সুযোগ-সুবিধা পেয়ে যাচ্ছে। তারা তাদের জীবিকা নির্বাহ নিজে থেকেই করতে পারছে। তারা কারোর উপর নির্ভর করে আর বেঁচে থাকবে না তারা স্বনির্ভরশীল হয়ে উঠবে ।এই প্রচেষ্টা এগিয়ে গেলে দেশের এবং জাতির অনেক সুবিধা হবে। যা পরবর্তীতে এক বিশাল আকার ধারণ করবে।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
ব্লু কলার জব এর জন্য কত বয়সী মহিলারা আবেদন করছেন?
১৮ থেকে ৩১ বছরের মহিলারা।