চাকরি প্রার্থীদের জন্য আরো একটি সুখবর। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জানানো গিয়েছে যে অনেক পদপ্রার্থীতে তাদের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে ।এই নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা নেয়া হবে না মেধা তালিকার মাধ্যমে পরীক্ষার্থীকে চাকরি প্রদান করা হবে। আসুন জেনে নিয়ে যাক এই সকল বিষয় সম্বন্ধে আমাদের বাংলা গ্লোবাল ডটকমের পেজে বিস্তারিতভাবে।

আরো পড়ো –কলকাতা বন্দরে কর্মী নিয়োগ, শুরুতেই বেতন 30000 টাকা |দ্রুত আবেদনে সরাসরি চাকরি
এ সকল প্রার্থীরা এই পোস্ট অফিসের জন্য আবেদন করবে। তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে এবং নির্দিষ্ট টাইমের আগেই তাদেরকে আবেদন জানাতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
বিষয় তালিকা
বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা
পোস্টের নাম | শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড |
পোস্টম্যান | প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 10th/12th পাস হতে হবে। |
মেইল গার্ড | প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 10th/12th পাস হতে হবে। প্রাথমিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে |
এমটিএস | প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 10 তম / 12 তম পাস হতে হবে। প্রাথমিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে |
বয়স সীমা
প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত ছিটের জন্য বয়সের ছাড় রয়েছে
আবেদনের ফি
সাধারণ বা ওবিসি ক্যাটাগরিতে প্রার্থীদের জন্য ১০০ টাকা করে লাগবে এবং সংরক্ষিত সিটের জন্য কোন আবেদনের ফি দেওয়া লাগবে না।
আবেদন করার পদ্ধতি
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে হোম পেজে ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট ২০২২ এ ক্লিক করতে হবে।
- সেখানে সব রকম প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে আপনাকে আবেদন পদ্ধতি জমা করতে হবে।
- আপনি এটাকে ডাউনলোড করে নেবেন জমা দেওয়ার পর ।
- ভবিষ্যৎ ব্যবহারের জন্য ইন্ডিয়ান পোস্ট অফিস পোস্টম্যান এর একটি প্রিন্টার বের করে নেবেন।
শূন্য পদের সংখ্যা
বৃত্ত | পোস্টম্যানের শূন্যপদ |
অন্ধ্র প্রদেশ | 2289 |
আসাম | 934 |
বিহার | 1851 |
ছত্তিশগড় | 613 |
দিল্লী | 2903 |
গুজরাট | 4524 |
হরিয়ানা | 1043 |
হিমাচল প্রদেশ | 423 |
জম্মু ও কাশ্মীর | 395 |
ঝাড়খণ্ড | 889 |
কর্ণাটক | 3887 |
কেরালা | 2930 |
মধ্য প্রদেশ | 2062 |
মহারাষ্ট্র | 9884 |
উত্তর পূর্ব | 581 |
ওড়িশা | 1532 |
পাঞ্জাব | 1824 |
রাজস্থান | 2135 |
তামিলনাড়ু | 6130 |
তেলেঙ্গানা | 1553 |
উত্তর প্রদেশ | 4992 |
উত্তরাখণ্ড | 674 |
পশ্চিমবঙ্গ | 5231 |
মোট | 59099 |
মেইল গার্ড শূন্যপদ 2022
বৃত্ত | মেইল গার্ড শূন্যপদ |
অন্ধ্র প্রদেশ | 108 |
আসাম | 73 |
বিহার | 95 |
ছত্তিশগড় | 16 |
দিল্লী | 20 |
গুজরাট | 74 |
হরিয়ানা | 24 |
হিমাচল প্রদেশ | 07 |
জম্মু ও কাশ্মীর | যে |
ঝাড়খণ্ড | 14 |
কর্ণাটক | 90 |
কেরালা | 74 |
মধ্য প্রদেশ | 52 |
মহারাষ্ট্র | 147 |
উত্তর পূর্ব | যে |
ওড়িশা | 70 |
পাঞ্জাব | 29 |
রাজস্থান | 63 |
তামিলনাড়ু | 128 |
তেলেঙ্গানা | 82 |
উত্তর প্রদেশ | 116 |
উত্তরাখণ্ড | 08 |
পশ্চিমবঙ্গ | 155 |
মোট | 1445 |
এমটিএস খালি 2022
বৃত্ত | এমটিএস শূন্যপদ |
অন্ধ্র প্রদেশ | 1166 |
আসাম | 747 |
বিহার | 1956 |
ছত্তিশগড় | 346 |
দিল্লী | 2667 |
গুজরাট | 2530 |
হরিয়ানা | 818 |
হিমাচল প্রদেশ | 383 |
জম্মু ও কাশ্মীর | 401 |
ঝাড়খণ্ড | 600 |
কর্ণাটক | 1754 |
কেরালা | 1424 |
মধ্য প্রদেশ | 1268 |
মহারাষ্ট্র | 5478 |
উত্তর পূর্ব | 358 |
ওড়িশা | 881 |
পাঞ্জাব | 1178 |
রাজস্থান | 1336 |
তামিলনাড়ু | 3361 |
তেলেঙ্গানা | 878 |
উত্তর প্রদেশ | 3911 |
উত্তরাখণ্ড | 399 |
পশ্চিমবঙ্গ | 3744 |
মোট | 37539 |
গুরুত্বপূর্ণ তারিখ
ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2022 বিজ্ঞাপন প্রকাশের তারিখ | নভেম্বর, 2022 |
ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2022 এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে | শীঘ্রই উপলব্ধ |
ভারতের পোস্ট অফিস নিয়োগের শেষ তারিখ 2022 অনলাইনে আবেদন করুন | শীঘ্রই উপলব্ধ |
ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2022 আবেদন ফি প্রদানের শেষ তারিখ | শীঘ্রই উপলব্ধ |
ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2022 মেধা তালিকা প্রকাশের তারিখ | শীঘ্রই উপলব্ধ |
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন