নবান্ন তে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি, এরকম চাকরি আপনার বাবাও দেবেন না

রাজ্যবাসীদের জন্য একটি সুখবর। যারা চাকরির জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদন । নবান্ন থেকে জানানো হয়েছে যে নবান্ন অফিসের জন্য কর্মী নিয়োগ করা হবে । এই নিয়োগে কোনরকম পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নারী-পুরুষ উভয় এই চাকরির জন্য আবেদন করতে পারবে আসুন জেনে নিয়ে যায় এই নিয়োগের বিস্তারিতভাবে।

আরো পড়ো –টানা ১১ দিন বন্ধ হাওড়া-শিয়ালদহ ট্রেন |সবার আগে বুক করুন ট্রেন, দেখুন কিভাবে যাবেন

বিষয় তালিকা

বয়স সীমা এবং বেতনের পরিমাণ

  • দুটি পদের জন্য নিয়োগের ব্যবস্থা করা হয়েছে, একটি হল CONSULTANT এবং অন্য জুনিয়র CONSULTANT, এই দুটি পথের জন্য আবেদনকারীর বয়স ৩৬ এর মধ্যে হতে হবে।
  • এসসি/এসটি পদপ্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসি পদপ্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পাবে।
  • CONSULTANT প্রার্থীরা চাকরি নিয়োগের পর প্রতি মাসে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে বেতন পাবে।
  • CONSULTANT জুনিয়র পদে যারা নিয়োগ হবে তাদের ৭৫ হাজার করে টাকা দেয়া হবে

আবেদন করার পদ্ধতি

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে A4 সাইজ পেজে চাকরির আবেদন পত্রটি প্রিন্টার বের করে নিতে হবে ।
  • এরপর ফরম এর মধ্য যাবতীয় তথ্য ফরমেট দিয়ে ফিলাপ করতে হবে।
  • সিগনেচার এর জায়গায় সিগনেচার এবং ফটো লাগানোর জায়গায় নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।
  • তারপর সব রকম যাবতীয় শিক্ষাগত যোগ্যতার, মার্কশিট সার্টিফিকেট দিয়ে একটি খামের ভিতরে দিয়ে নির্দিষ্ট ঠিকানা স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় তথ্য

  • মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের জেরক্স
  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • দুই কপি পাসপোর্ট সাইজের ফটো
  • একটি খাম ও একটি পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প।

নির্বাচনের পদ্ধতি

আবেদনকারে প্রার্থীদের যাবতীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরে একটি মেরিট লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হবে । যাদের নাম লিস্টে থাকবে তাদের ইমেইল আইডিতে ইন্টারভিউ লেটার পাঠিয়ে দেয়া হবে, এবং ইন্টারভিউতে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত কিছু যারা প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

JUNIOR CONSULTANT পদের জন্য আবেদনকারীকে যেকোনো সরকারি স্বীকৃতি ইউনিভার্সিটির থেকে মাস্টার ডিগ্রী অথবা এমবিএ/এম পি এ / এম পি পি কমপ্লিট থাকতে হবে এবং এক বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

CONSULTANT পদের জন্য আবেদনকারীকে যেকোনো সরকারি স্বীকৃতি ইউনিভার্সিটির থেকে মাস্টার ডিগ্রী অথবা এমবিএ/এম পি এ / এম পি পি কমপ্লিট থাকতে হবে এবং দুই বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ১১ই নভেম্বর ২০২২ তারিখ থেকে এই প্রক্রিয়া চলবে ২৮ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত|

অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

রাজ্য সরকারের নবান্ন অফিসে নিয়োগের আবেদনের শেষ তারিখ কবে?

আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ১১ই নভেম্বর ২০২২ তারিখ থেকে এই প্রক্রিয়া চলবে ২৮ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত|

Leave a Comment