যেসব লোকেরা স্নাতক পাস করে বসে আছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা একটি চাকরির নিয়োগের সম্বন্ধে জানবো। আসুন জেনে নেয়া যাক কি করে আপনি আবেদন করবেন ? এই চাকরির জন্য কতগুলো শূন্য পদ রয়েছে? আরো অনেক কিছু জেনে নেব আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিতভাবে।

আরো অনেক –মমতার হাতে গোলাপ দিলেন মোদি। দুয়ারী সরকারকে দেয়া হয়েছে বিশেষ সম্মান মোদীর তরফ থেকে।
বিষয় তালিকা
ISRO recruitment 2022-23:সারসংক্ষেপ
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে সারা দেশের থেকে সহকারী জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লাক এবং স্টেনোগ্রাফারদের জন্য ৫২৬টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছেন। এই বিজ্ঞপ্তি শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর ২০২২ তারিখ থেকে এবং এটি চলবে ৯ই জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত।
ফি প্রদানের শেষ তারিখ – 11.01.2023
ISRO recruitment 2022-23: শূন্যপদের বিবরণ
- সহকারী- ৩৩৯টি পদ
- জুনিয়র ব্যক্তিগত সহকারী- 153টি পদ
- উচ্চ বিভাগ ক্লার্ক- 16টি পদ
- স্টেনোগ্রাফার- ১৪ পদ
- স্পেস বিভাগের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পূরণের জন্য সহকারী- 3টি পদ
- স্পেস বিভাগের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পূরণের জন্য জুনিয়র ব্যক্তিগত সহকারী – 1 পদ
ISRO recruitment 2022-23:নির্বাচনের প্রক্রিয়া
এসব প্রার্থী থেকে এই পদের জন্য নির্বাচন করা হবে তাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হবে। দেশের ১১ টি জায়গাতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।
ISRO recruitment 2022-23:শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বর পেয়ে স্নাতক পাস করতে হবে। তাহলে সেই প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ISRO recruitment 2022-23:মাসিক বেতন
এই পথের জন্য যেসব প্রার্থীরা নিযুক্ত হবে তাদের মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা। এছাড়া আরো অনেক সুযোগ-সুবিধা তারা পেয়ে থাকবে। কর্মচারীরা নতুন পেনশন স্কিমের দ্বারা নিয়ন্ত্রিত হবে।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
ISRO recruitment 2022-23:মোট কতগুলো শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে?
526
ISRO recruitment 2022-23:আবেদন কত তারিখ থেকে শুরু হয়েছে এবং কত তারিখ অব্দি চলবে?
এই বিজ্ঞপ্তি শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর ২০২২ তারিখ থেকে এবং এটি চলবে ৯ই জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত।