জওহর নবোদয় বিদ্যালয় এডমিশন এর জন্য অফিশিয়াল ওয়েবসাইটে তারিখ দিয়ে দেয়া হয়েছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই সকল বিষয় সম্বন্ধে জানবো এবং কি কি প্রবলেমে পড়তে পারেন সব কিছু সম্বন্ধে এখানে জানবো । এবং কি কি তথ্য লাগবে এবারের এডমিশন এর ক্ষেত্রে ? এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাকে সবকিছু সম্পন্ন করতে হবে? সবকিছু জানেন আমাদের বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিতভাবে।

আরো অনেক –দশ হাজারেরও বেশি চাকরি পদ |মাধ্যমিক পাশেই চাকরি এবার | SSC MTS Job
জওহর নবোদয় বিদ্যালয় একটি সেন্টাল গভমেন্টের সিবিএসই প্রোগ্রাম ।যেখানে ক্লাস সিক্স থেকে টুয়েলভ ছাত্রছাত্রীদের ফ্রী তে পড়াশোনা করানো হয় এবং তাছাড়া আরও অনেক সুযোগ-সুবিধা সে সব ছাত্র-ছাত্রীরা পেয়ে থাকেন। 2023 সালের জন্য যেসব ছাত্র-ছাত্রীদের জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য সুখবর।
আবেদনপত্র আপনারা পূরণ করতে পারবেন দ্বিতীয় সপ্তাহ জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত এবং এই পরীক্ষা হবে 29 এপ্রিল 2023 তারিখে এবং বিভিন্ন বিভিন্ন স্টেটে বিভিন্ন সময়ে এই পরীক্ষাটি কন্ডাক্ট করানো হয়ে থাকে।
বিষয় তালিকা
কীভাবে আবেদন করবেন
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
- সেখানে গিয়ে ক্লাস সিক্সের যে রেজিস্ট্রেশন রয়েছে সেখানে ক্লিক করলে আমি সেখানে একটি ফ্রম পেয়ে যাবেন ।
- সবকিছু ডিটেলস দিয়ে সেই ফরমটি ফিলাপ করুন এবং আপনার পরবর্তী ভবিষ্যতের জন্য সেটি একটি ফটো বের করে নিন। যাতে করে আপনার ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়|
কি কি ডকুেন্টস লাগবে?
- হেডমাস্টারের সিগনেচার করা একটি সার্টিফিকেট থাকতে হবে।
- ফটোকপি থাকতে হবে।
- মা-বাবার সিগনেচার।
- ক্যান্ডিডেটের সিগনেচার।
- আধার কার্ডের ডিটেলস এছাড়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করাতে হবে GOVT. থেকে।
এছাড়া আরো অনেক কিছু জানতে আমাদের ওয়েবসাইট এর সঙ্গে আপনি যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাকে এই সকল খবরা খবর দিতে থাকব সবার আগে পৌঁছে দেবো আপনার কাছে।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
JNV 2023 পরীক্ষার জন্য আবেদন কবে করবেন?
দ্বিতীয় সপ্তাহ জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত .