দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো রাজ্যবাসীর জন্য একটি সুখবর। সুখবর টি হল মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের স্কুলে গ্রুপ সি তে অর্থাৎ ক্লার্কের পদে নিয়োগ প্রদান করা হবে। গত কয়েক বছর ধরেই এই বিজ্ঞপ্তি না হওয়াতে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের।

আরো পড়ো —গ্যাস বুকিং | বদলে গেল 7 টি নিয়ম, না জানলে জরিমানা হতে পারে
যেহেতু সারা রাজ্য জুড়ে এই নিয়োগের প্রক্রিয়া চলবে তা রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে আসুন জেনে নিয়ে যান এই চাকরির বিস্তারিত সবকিছু।
বিষয় তালিকা
শূন্য পদের নাম
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনার মাধ্যমে বিভিন্ন জেলায় প্রতিটি স্কুলে গ্রুপ সি তে অর্থাৎ ক্লার্কের পদে অনেক প্রার্থীকে নিয়োগ দান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীর যেকোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে
- বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে
- টাইপিং জানতে হবে।
বয়স সীমা
এই পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ ১ জানুয়ারি ২০২২ এর তারিখ অনুযায়ী।SC/ST দের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এবং OBC রা জন্য তিন বছরের বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন
প্রতি মাসে ২২ হাজার ৭০০ থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন দেয়া হবে।
আবেদন করার পদ্ধতি
- আপনি এই আবেদন অফ লাইনের মাধ্যমে করতে পারবেন।
- প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে A4 সাইজের পেজে এই আবেদনের একটি প্রিন্ট আউট বের করতে হবে।
- এই ফর্মের দরকারি জিনিস যা যা ডকুমেন্টস দিতে বলবে সেইসব দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
- একটি পাসপোর্ট সাইজের ফটো এবং যেখানে আপনার সিগনেচার সেখানে সিগনেচার দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
- অবশেষে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সবকিছুর এক এক কপি জেরক্স করে, সেটা খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেটের জেরক্স
- আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
- দুই কপি পাসপোর্ট সাইজের ফটো
- একটি খাম ও একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।
আবেদনের শেষ তারিখ
এই আবেদন অফ লাইনের মাধ্যমে ইতিমধ্য শুরু হয়ে গিয়েছে, এবং আবেদনের প্রক্রিয়া চলবে আগামী 27 শে নভেম্বর,2022 পর্যন্ত।
নিয়োগের পদ্ধতি
প্রথমে আবেদনকারীর পাঠানো যাবতীয় ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এবং যারা যারা মনোনীত হবে তাদেরকে ইমেল বা স্পিড পোস্টে মাধ্যমে ইন্টারভিউতে আসার জন্য ডাকা হবে। সেখানে তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। এটাতে যে উত্তীর্ণ হতে পারবে তাকে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
Moyna Ramkrishnayan Association
A Recidential Special School
For Blind and Mentally
Retarded Children
Vill- Harkulibhanderchak
P.O & P.S- Moyna
Dist- Purba Medinipur
W.B India
Pin-721629
অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস শিক্ষা পরিষদের গ্রুপ সি তে নিয়োগের আবেদনের শেষ তারিখ কবে?
এই আবেদন অফ লাইনের মাধ্যমে ইতিমধ্য শুরু হয়ে গিয়েছে, এবং আবেদনের প্রক্রিয়া চলবে আগামী 27 শে নভেম্বর,2022 পর্যন্ত।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস শিক্ষা পরিষদের গ্রুপ সি তে নিয়োগের প্রার্থীদের মাসিক বেতন কত হবে?
প্রতি মাসে ২২ হাজার ৭০০ থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন দেয়া হবে।