১৫ লাখ চাকরি প্রতি মাসে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব | সেরা job update

দেশবাসীর জন্য চাকরি মেলা একটি বড় রকমের সুখবর। যার ফলে অনেক বেকার ছেলেমেয়েরা এই মেলা থেকে সরাসরি চাকরি পেয়ে যাচ্ছেন। এই চাকরি মেলার ফলে দেশের বেকারত্বের সংখ্যা প্রতিনিয়ত কমে যাচ্ছে। যা দেশের উন্নতির জন্য একটি ভালো দিক।

আরো পড়ো –আধার মিত্র পরিষেবা, UIDAI সরকারের নতুন প্রকল্প | সমস্ত সমস্যার সমাধান

কেন্দ্রের রেল এবং যোগাযোগ মন্ত্রী বলেছেন যে, প্রতি মাসে আমাদের দেশে গড়ে ১৫ থেকে ১৬ লাখ চাকরি তৈরি হচ্ছে। এর ফলে দেশের বেকারত্বের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে।

গত সপ্তাহে প্রকাশিত এমপ্লয়েস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অস্থায়ী বেতনের তথ্য দেখিয়েছে যে ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ১৬.৮২ লক্ষ নেট গ্রাহক যুক্ত করেছেন। যা গত বছরের একই মাসের তুলনায় ৯.১৪ শতাংশ নেট সদস্যতা বৃদ্ধি করেছে। যা একটি ভালো দিক দেখা যাচ্ছে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক থেকে জানানো হয়েছে,যে বিভিন্ন রাজ্যে গুলিতে নেট সদস্য যোগে মাসে মাসে বৃদ্ধি পেয়েছে ।যা গত বছরের তুলনায় এই বছর অনেকটাই ভালো।

গত বছরের তুলনায় এই বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১.৮৫ শতাংশ।

রোজগার মেলার ফলে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত এক লক্ষ ৪৬ হাজার নিয়োগপত্র বিতরণ করেছেন। আশা করা যাচ্ছে আগামী দিনে এর থেকে বেশি যুবক যুবতীরা রোজগার মেলা থেকে সরাসরি চাকরি পাবে।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

প্রধানমন্ত্রী এখনো রোজগার মেলা থেকে কত নিয়োগপত্র বিতরণ করেছেন?

146000

Leave a Comment