বাঙালি মানেই ভ্রমন পোকা আর বাঙ্গালির ঘুরতে যাওয়ার জায়গা হল দিপুদা অর্থাৎ দীঘা ,পুরী, দার্জিলিং। এমন কম সংখ্যক লোক পাওয়া যাবে যারা এই তিনটে জায়গার একটিতেও যায়নি। আজকের প্রতিবেদনটা সেই সব লোকেদের জন্য যারা খুব ভ্রমণ পোকা।

আরো পড়ো —Income Tax Department Recruitment 2023: এক্ষুনি আবেদন করুন
করোনা কালের সময় দেশের সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতীয় রেলের উপর। বন্ধ হয়ে গেছিল অনেক রেল। ভোগান্তি হয়েছিল দেশের অনেক মানুষের।
এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক , সে ধাক্কা কাটিয়ে আবার সেই পুরনো জায়গায় ফেরার পথে ভারতীয় রেল। আজকের এই প্রতিবেদনে আমরা অল্প টাকায় দীঘা ঘোরার এক বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি, আসুন জেনে নিয়ে যা, সেটা কি।
ভারতীয় রেল চালু করেছে দীঘা যাওয়ার একটি লোকাল ট্রেন যা ৩১শে আগস্ট থেকে চালু হয়েছে | ফলে বাঙ্গালীদের আনন্দের হওয়া আজ ঊর্ধ্বগামী।
বিষয় তালিকা
এই দীঘাগামি ট্রেনের সময়সীমা
- সপ্তাহে চার দিন অর্থাৎ সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার এই ট্রেনটি দীঘার দিকে রওনা হবে।
- বেলা দুটো কুড়ি মিনিটে পাশকুড়া থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হবে।
- দীঘা পৌঁছাতে কমপক্ষে দু’ঘণ্টা তিরিশ মিনিট সময় নেবে, এটা বিকাল ৫ টার এর মধ্য দীঘা পৌঁছে যাবে ।
- আবার বিকাল ৫ বেজে ২৫ মিনিটে দীঘা থেকে ট্রেন পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনটি সন্ধ্যা ৭:৪৫ এ স্টেশনে পৌঁছাবে।
কি কি লাভ হবে কলকাতার পর্যটকদের
কলকাতা বাসীদের আর কষ্ট করে হাওড়া স্টেশনে যাওয়া লাগবে না । তারা সহজেই পাশকুড়া স্টেশন থেকে দীঘায় পৌঁছে যাবেন, তাও আবার দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে।
কত খরচ হবে এই যাতায়াত
পাঁশকুড়া থেকে দীঘা পৌঁছাতে আপনাকে মাত্র ৪৫ টাকা খরচ করতে হবে তাহলে আপনি পৌঁছে যাবেন দেখার মনোরম সমুদ্র সৈকতের পাড়ে।
নিচে অফিসিয়াল ওয়েবসাইট দেয়া হয়েছে, আপনি ওখানে গিয়ে আপনি সবকিছু সম্বন্ধে জানতে পারবেন এবং আমাদের এই বাংলা গ্লোবাল পেজে আপনি প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট– এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
কোন স্টেশন থেকে দীঘা যাওয়ার জন্য ট্রেন ছাড়া হবে?
পাঁশকুড়া
কত টাকায় আপনি দিঘায় লোকাল ট্রেনের মাধ্যমে পৌঁছে যাবেন?
মাত্র ৪৫ টাকা