আরো একটি প্রকল্প নিয়ে হাজির আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম। আজ আমরা কৃষি উদ্যান স্কিম 2.0 নিয়ে আলোচনা করব ।এই স্কিমের বা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? কিভাবে মানুষ এটা থেকে সহায়তা পাবে? এই সকল বিষয় সম্বন্ধে বিস্তারিত জেনে নেব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে।

আরো পড়ো –দক্ষ ব্যক্তিদের জন্য পোস্ট অফিসে নতুন চাকরি। নতুন সরকারি চাকরির নিয়োগ | Post Office Job
বিষয় তালিকা
Krishi Udan Scheme 2.0:কবে চালু হয়েছে?
এই প্রকল্পটি চালু হয়েছে ২৭ অক্টোবর ২০২১ সালে এটি প্রধানত পার্বত্য অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং উপজাতি অঞ্চল থেকে পচনশীল খাদ্য পণ্য পরিবহনের উপর দৃষ্টি নির্ভর করে এই প্রকল্পটি চালু করা হয়েছে।
এর সুবিধার্থে ভারতীয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তাদেরকে এই স্কিমে সহায়তা করার জন্য উঠেপড়ে লেগেছে। যাতে করে তাদের এইসব জিনিসপত্র আনতে কোন সমস্যা না হয় ।যার ফলে প্রায় ২৫ টি বিমানবন্দরে কভার করা হয়েছে এবং মোট ৫৮ টি বিমানবন্দর এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে।
Krishi Udan Scheme 2.0:কোন কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য,
আটটি মন্ত্রক/বিভাগ যেমন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, পশুপালন ও দুগ্ধশিল্প বিভাগ, মৎস্য বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য বিভাগ, আদিবাসী মন্ত্রক।
এই প্রকল্পের জন্য কোন রকম ধরাবাঁধা কোন বাজেট দেয়া হয় না।
Krishi Udan Scheme 2.0: প্রধান কাজ কি?
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল কিছু উৎপাদন যার মাধ্যমে উদ্যান পালন, মৎস্য, পশু সম্পদ এবং প্রক্রিয়াজাত পণ্যগুলি রয়েছে। এই প্রকল্পটি কৃষকদের কৃষি পণ্য পরিবহনের সহায়তা করে। যাতে এটি তাদের মূল্য উপলব্ধি উন্নত করে এবং তাদের অনেক কৃষিকাজে সহায়তা করতে পারে।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
Krishi Udan Scheme 2.0:কোন কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য,?
আটটি মন্ত্রক/বিভাগ যেমন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, পশুপালন ও দুগ্ধশিল্প বিভাগ, মৎস্য বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য বিভাগ, আদিবাসী মন্ত্রক।