KVS Recruitment 2022: কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির নতুন সুযোগ, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের হবে | নতুন কাজ করার সুযোগ পাবে

সবার জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রতিবেদনে ।কেন্দ্র বিদ্যালয় নেয়া হচ্ছে আবার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের । আসুন জেনে নেয়া যাক কতজন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নেয়া হচ্ছে। কতগুলো শূন্য পদ বাকি রয়েছে? কিভাবে আপনি আবেদন করবেন? কত টাকা পরীক্ষার্থী ফি রয়েছে ?এই সকল বিষয় সম্বন্ধে আমাদের এই বাংলা গ্লোবাল.COM ওয়েবসাইট এ।

আরো পড়ো –RRB Group D Result 2022: বেরিয়ে গেল রেজাল্ট দেখুন কাট অফ মার্কস কত এবং চান্স পেয়েছেন কিনা।

বিষয় তালিকা

KVS Recruitment 2022:কবে থেকে চালু হয়েছে?

কেন্দ্র বিদ্যালয় চাকরিপ্রার্থীদের আবেদন শুরু হয়েছে 5 ডিসেম্বর 2022 তারিখ থেকে এবং এটি চলবে 26 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত।

KVS Recruitment 2022: শূন্য পদের সংখ্যা

মোট শুন্য পদের সংখ্যা হলো 13404 |

KVS Recruitment 2022:পরীক্ষার পদ্ধতি

এই পরীক্ষাটি নেয়া হবে কম্পিউটারের মাধ্যমে এবং এতে সব শর্ট কোশ্চেন থাকবে অর্থাৎ 180 খানা কোশ্চেন থাকবে 180 মানুষের জন্য এবং সময় থাকবে তিন ঘন্টা।

KVS Recruitment 2022:পোস্টের নাম

KVS গ্রন্থাগারিক, অর্থ আধিকারিক, সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী সেকশন অফিসার (এএসও), সিনিয়র সচিবালয় সহকারী (ইউডিসি), জুনিয়র সচিবালয় সহকারী (এলডিসি), হিন্দি অনুবাদক এবং স্টেনোগ্রাফার গ্রেড-২ সহ অশিক্ষক পদে নিয়োগ করবে।

KVS Recruitment 2022:এলিজিবিলিটি

  • পি আর টি পদের জন্য টুয়েলভ পাস হতে হবে এবং D.ED বা JBT বা B.ED থাকতে হবে । প্রার্থীর একটি CTET শংসাপত্র থাকতে হবে ।
  • টিয়ারটি- তাদের জন্য স্নাতকের প্রার্থীর একটি সি টি ই টি শংসাপত্র থাকতে হবে।
  • পিজিটি পদপ্রার্থীদের জন্য স্নাতক এবং ব প্রার্থীদের একটি CTET শংসাপত্র থাকতে হবে।

KVS Recruitment 2022:কি করে আবেদন জানাবেন?

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  • সেখানে গিয়ে দেখুন কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে এবং হোমপেজ থেকে এই আবেদনের জন্য ক্লিক করুন ।
  • সব রকম ডকুমেন্ট দিয়ে এবং ফরমটি ফিলাপ করুন ।
  • সাবমিট করার পরে তার একটি প্রিন্ট আউট বের করে নিন ভবিষ্যতের জন্য।

KVS Recruitment 2022:এপ্লিকেশন ফি

  • UR / OBC / EWS – Rs. 1000/-
  • SC / ST / PWD – Nil

KVS Recruitment 2022:বয়স সীমা

  • PGT- 40 এর উপর গেলে হবে না।
  • TGT/LIBRARIAN- 35 এর মধ্যে থাকতে হবে।
  • PRT – 30 সব থেকে বেশি।

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

KVS Recruitment 2022:কত মার্কসের পরীক্ষা হবে?

180

KVS Recruitment 2022:মোট শুন্য পদের সংখ্যা কত?

13404

Leave a Comment