সরকারি প্রাধ্য প্রার্থীদের জন্য আরো একটি সুখবর। কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি পাওয়ার এক সুবর্ণ সুযোগ চলে এসেছে আপনাদের হাতে । কোন কোন পদে নেওয়া হবে চাকরিপ্রার্থীদের? এবং কারা এই আবেদন পূরণ করতে পারবে? এবং কতগুলি পদ এখনো পর্যন্ত খালি রয়েছে ,এই কেন্দ্র বিদ্যালয়? চাকরি কি খুব সহজেই পাওয়া যাবে নাকি কঠিন ভাবে ? আসুন সবকিছু বিস্তারিতভাবে জেনে নেব আমাদের বাংলা গ্লোবাল ডট কম এর ওয়েবসাইটে বিস্তারিতভাবে।

আরো পড়ো –ইন্ডিয়ান ব্যাঙ্ক এসও অ্যাডমিট কার্ড 2022 প্রকাশিত হয়েছে – এখনই ডাউনলোড করুন
বিষয় তালিকা
KVS Recruitment 2022: আবেদনের সময় সীমা
কেন্দ্রীয় বিদ্যালয় এর বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ৫ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হবে এবং ২৬ শে ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলবে। এই আবেদন আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে।
অফিশিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
KVS Recruitment 2022: শূন্য পদের বিবরণ
পদের নাম | পদের সংখ্যা |
PGT | 1409 |
TGT | 3176 |
সহকারী কমিশনার | 52 |
অধ্যক্ষ | 239 |
ভাইস প্রিন্সিপাল | 203 |
গ্রন্থাগারিক | 355 |
প্রাথমিক শিক্ষক | 303 |
অর্থ কর্মকর্তা | 6 |
সহকারী প্রকৌশলী | 2 |
সহকারী সেকশন অফিসার | 156 |
হিন্দি অনুবাদক | 11 |
সিনিয়র সচিবালয় সহকারী | 322 |
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট | 702 |
স্টেনোগ্রাফার গ্রেড II | 54 |
KVS Recruitment 2022:মাসিক বেতন
- PGT: 47,600 টাকা থেকে 1,51,100 টাকা (পে লেভেল-8)
- TGT: 44,900 টাকা থেকে 1,42,400 টাকা (পে লেভেল-7)
- সহকারী কমিশনার: 78,800 টাকা থেকে 2,09,200 টাকা
- প্রিন্সিপাল: 78,800 টাকা থেকে 2,09,200 টাকা (লেভেল-12)
- ভাইস প্রিন্সিপাল: 56,100 টাকা থেকে 1,77,500 টাকা (লেভেল-10)
- গ্রন্থাগারিক: 44,900 টাকা থেকে 1,42,400 টাকা (বেতনের স্তর-7)
- প্রাথমিক শিক্ষক: 35,400 টাকা থেকে 1,12,400 টাকা (বেতন স্তর-6)
- ফাইন্যান্স অফিসার: 44,900 টাকা থেকে 1,42,400 টাকা (পে লেভেল-7)
সহকারী প্রকৌশলী: 44,900 টাকা থেকে 1,42,400 টাকা (পে লেভেল-7) - সহকারী সেকশন অফিসার: 35,400 টাকা থেকে 1,12,400 টাকা (পে লেভেল-6)
হিন্দি অনুবাদক: Rs.35,400 থেকে Rs.1,12,400 (পে লেভেল-6)
- সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: 25,500 টাকা থেকে 81,100 টাকা (পে লেভেল-4)
- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: 19,900 টাকা থেকে 63,200 টাকা
- স্টেনোগ্রাফার গ্রেড II: 25,500 টাকা থেকে 81,100 টাকা (পে লেভেল-4)
KVS Recruitment 2022:শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত ভোট থেকে দ্বাদশ শ্রেণী পাস থাকতে হবে, এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীতে পাস করা প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া আরো অনেক কিছু জানতে অফিসিয়াল ওয়েবসাইটির মাধ্যমে আপনি তথ্য পেয়ে যাবেন।
KVS Recruitment 2022:নির্বাচনের প্রক্রিয়া
প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং ক্লাস ডেমো/ ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে সকল প্রার্থীকে এই পদের জন্য নির্বাচন করা হবে। এবং আবেদনের ফি, আপনি সবকিছুই আবেদনের বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। এছাড়া সংরক্ষিত ছিটের জন্য আবেদনের ফি দেওয়া লাগবে না।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
KVS Recruitment 2022:কেন্দ্র বিদ্যালয় আবেদনের শেষ তারিখ কবে?
আবেদন ৫ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হবে এবং ২৬ শে ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলবে।
KVS Recruitment 2022:এই সকল পদের জন্য কি পাস থাকা লাগবে?
স্বীকৃত ভোট থেকে দ্বাদশ শ্রেণী পাস থাকতে হবে, এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীতে পাস করা প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে।
KVS Recruitment 2022:কেন্দ্রীয় বিদ্যালয় কোন পদপ্রার্থীদের কোন রকম আবেদন ফি দেওয়া লাগবে না?
এছাড়া সংরক্ষিত ছিটের জন্য আবেদনের ফি দেওয়া লাগবে না। SC/ST/PH/EX-SERVICEMAN