মহারাষ্ট্রের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি সুসংবাদ। যারা এতদিন ধরে চাকরি খুঁজছে তাদের জন্য মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন আইন ও বিচার বিভাগে আন্ডার সেক্রেটারি পদে জন্য প্রার্থী নেওয়া হচ্ছে। আসুন জেনে নিয়ে যায় এই সকল বিষয় সম্বন্ধে। আমাদেরই বাংলা গ্লোবল ডটকম পেজের মাধ্যমে।
মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন আইন ও বিচার বিভাগে আন্ডার সেক্রেটারি (আইনি) পদের জন্য অনলাইন আবেদন আমন্ত্রণ জানিয়েছে।

আরো পড়ুন-বদলে গেল সব নিয়ম পোষ্ট অফিসে, এক্ষুন্নি যান পোস্ট অফিস এ
বিষয় তালিকা
পদের নাম:
আন্ডার সেক্রেটারি (আইনি)
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
- আইনে ডিগ্রী থাকতে হবে
- ‘সহকারী (আইনি)’ আট বছরের কম সময়ের জন্য; বা
- সুপারিনটেনডেন্ট (আইনি) পাঁচ বছরের কম সময়ের জন্য; বা
- ‘সিভিল জজ জুনিয়র ডিভিশন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেকোনো জুডিশিয়াল সার্ভিসে অনূর্ধ্ব দুই বছরের জন্য প্রথম শ্রেণীর; বা
- পাঁচ বছরের কম সময়ের জন্য হাইকোর্ট বা তার অধীনস্থ আদালতে অ্যাডভোকেট হয়েছেন;
কিভাবে আবেদন করতে হবে?
অনলাইনে আবেদন করতে পারে।অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 28.11.2022
অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন আইন ও বিচার বিভাগে আন্ডার সেক্রটারি পদের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, তার আবেদনের শেষ তারিখ কবে?
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 28.11.2022