LIC AAO নিয়োগ 2023 নতুন শূন্যপদ | LIC AAO new Recruitment 2023

LIC AAO নেয়া হচ্ছে অনেক পদপ্রার্থীদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে । আমরা জেনে নেব কতজন পদপ্রার্থীদের নেয়া হচ্ছে এই শূন্য পদে ? এছাড়া আপনি কি করে আবেদন করবেন ? কত টাকা পরীক্ষার ফি রয়েছে? পরীক্ষার পদ্ধতি গুলো কি কি? সবকিছু জেনে নেব আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

আরো দেখুন –ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ) আয়ুষ্মান ভারত এর অধীনে হাসপাতালগুলির জন্য নতুন সিস্টেম চালু করেছে | PM-JAY scheme

২০২৩ সালে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে অনেক চাকরির নিয়োগ ছাড়া হয়েছে। যে পোস্টের জন্য এই চাকরি প্রার্থীদের নেয়া হবে সেই পোস্টটির নাম হলো সহকারী প্রশাসনিক কর্মকর্তা । নির্বাচনের প্রক্রিয়া হল প্রিলিমেন্স , MAINS এবং ইন্টারভিউ প্রার্থীরা আবেদন জানাবে। তারা সারা ভারতবর্ষ থেকে আবেদন জানাতে পারবেন। অ্যাপ্লিকেশনের সবকিছু অনলাইনে মাধ্যমে করা হবে।

বিষয় তালিকা

বয়সসীমা এবং বেতন

এই পদের জন্য যেসব প্রার্থীর আবেদন জানাবে তাদের বয়স সীমা বয়স সীমা  21-30 বছর এবং মাসিক বেতন হবে 70,000 INR-এর বেশি৷

এলআইসিAAO নিয়োগ 2023: বয়স শিথিলকরণ
শ্রেণীবয়স শিথিলকরণ
SC/ST5 বছর
ওবিসি3 বছর
PWD (জেনারেল)10 বছর
PWD (SC/ST)15 বছর
PWD (OBC)13 বছর
বয়সসীমা এবং বেতন

প্রয়োজনীয় নথি

এই পদের জন্য যেসব প্রার্থীর আবেদন জানাবে তাদের এইসব প্রয়োজনে নথি থাকা খুবই প্রয়োজনীও। তাহলে সেসব প্রার্থীগুলো আবেদন জানাতে পারবে।

  • দশম শ্রেণীর মার্কশীট
  • ১২ তম শ্রেণীর মার্কসের
  • স্নাতকের মার্ক শীট
  • স্নাতকের সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড

ফি এবং নির্বাচন প্রক্রিয়া

এই পরীক্ষাটি তিনটি ধাপে দেয়া হবে। প্রথমত প্রাথমিক পরীক্ষা, তারপরে প্রধান পরীক্ষা,এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীকে নির্বাচিত করা হবে।

শ্রেণীফি
জেনারেল/ওবিসি/ইডব্লিউএসরুপি 600/-
SC/ST/PwDরুপি 100/-
পেমেন্ট মোডঅনলাইন
পরীক্ষার ফি

কীভাবে অনলাইনে আবেদন করবেন

  • প্রথমে অফিসিয়াল ওয়েব সাইটে যান
  • সেখানে গিয়ে নতুন নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন একটা অপশন থাকবে সেখানে ক্লিক করুন।
  • সবরকম নথিপত্র দিয়ে সেটাকে পূরণ করে আপনি সাবমিট করে দিন ।
  • ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট বের করে নিন।

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

LIC পদের জন্য যাদেরকে নেয়া হবে তাদের মাসিক বেতন কত?

মাসিক বেতন হবে 70,000 INR-এর বেশি৷

Leave a Comment