ভারতীয় জীবন বীমা নিগম নিয়ে এসেছে আরো একটি সুখবর। সারাজীবন কাজ করে শেষ বয়সে স্বাচ্ছন্দ এ জীবন কাটাতে সেই সব লোকেদের জন্য আজকের এই প্রতিবেদন। যেখানে ব্যাংক বা পোস্ট অফিসে পাঁচ বছর পরপর রিনিউ করতে হয়, এবং সুদের হার কমে গেলে পেনশন পাওয়া যায় না। কিন্তু এক্ষেত্রে এলআইসি আরো একটি সুন্দর সুখবর নিয়ে এসেছে সবার জন্য।

আরো পড়ো –WBBPE TET 2014 যোগ্য প্রার্থীদের সংশোধিত তালিকা প্রকাশ করল | জেনে নিন আপনার নাম আছে কিনা
যেসব সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের অনেকভাবে বৃদ্ধ বয়সে পেনশন পেয়ে থাকেন। সবথেকে বেশি চিন্তা জনক বিষয় হলো যারা বেসরকারি চাকরিজীবী। বৃদ্ধ বয়সে কোথা থেকে টাকা পাবে তাদের মাথায় এই চিন্তা ঘুরতে থাকে। কিভাবে সংসার চলবে তাদের বৃদ্ধ বয়স ? কেমন কাটবে ইত্যাদি।
সেই ক্ষেত্রে এলআইসি পেনশন প্লাস নিয়ে এসেছে একটি যথেষ্ট লাভজনক প্রকল্প যেখানে আপনি সহজেই আপনার জীবন বৃদ্ধ বয়সে ভালোভাবে চালাতে পারবেন এবং চিন্তা মুক্ত ভাবে বাঁচতে পারবেন।
এই জনপ্রিয় পেনশন প্রকল্পের নাম হলো জীবন অক্ষয় পলিসি। এই পলিসিতে বিনিয়োগ করলে প্রতি মাসে ,তিন মাস অন্তর, ছয় মাস অন্তর বা এক বছর অন্তর আপনি পেনশন পেতে পারেন।
- পলিসিতে বার্ষিক 12000 টাকা পেনশন পেতে পারেন। এই পেনশন মৃত্যুর আগে পর্যন্ত পাবেন।
- যদি প্রতিমাসে ২০ হাজার টাকা পেনশন পেতে চান তাহলে ৪০ লক্ষ ৭২ হাজার টাকা একবারেই বিনিয়োগ করতে হবে।
- যদি বিনিয়োগকারীর বয়স ৭৫ বছর হয় তাহলে একবার ৬ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা বিনিয়োগ করতে পারেন।
সে ক্ষেত্রে LIC Pension Plus বিমা মূল্য ৬ লক্ষ টাকা হবে।
- বার্ষিক পেনশন পাবেন ৭৬৬৫০ টাকা,
- ৬ মাসে পেনশন পাবেন ৩৭ হাজার ৩৫ টাকা,
- ৩ মাসে পেনশন পাবেন ১৮ হাজার ২২৫ টাকা,
- সেখানে প্রতি মাসে পেনশন পাবেন ৬৮০০ টাকা করে।
উপরে যেসব প্ল্যানের কথা বলা হয়েছে আপনি তার ভিতরে যে কোন একটি শুরু করতে পারেন। আপনার কাছে যদি কম টাকা থাকে তাহলে আপনি কম টাকা দিয়ে এই এলআইসি পেনশন প্লাস শুরু করতে পারেন। সব থেকে বড় সুবিধা হল আপনি এই প্লানে ডেথ বেনিফিট পেয়ে যাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন