২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে । এখানে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে ।এক্ষেত্রে জানানো হয়েছে যে পরীক্ষার্থীরা এবারের পরীক্ষাতে অনেক সুযোগ-সুবিধা পেতে চলেছে। আসুন জেনে নিয়ে যা এই সুযোগ-সুবিধা গুলো কি কি?

আরো পড়ো-মিলবে ২ লক্ষ টাকা, দেখে নিন কিভাবে| PM Jandhan Yojna Benefit
বিষয় তালিকা
মাধ্যমিক পরীক্ষার রুটিন -২০২৩
- ২৩.০২.২০২৩ (বৃহস্পতিবার) – প্রথম ভাষা
- ২৪.০২.২০২৩ (শুক্রবার) – দ্বিতীয় ভাষা
- ২৫.০২.২০২৩ (শনিবার) – ভূগোল
- ২৮.০২.২০২৩ (মঙ্গলবার) – জীবন বিজ্ঞান
- ২৭.০২.২০২৩ (সোমবার)- ইতিহাস
- ০২.০৩.২০২৩ (বৃহস্পতিবার) – অঙ্ক
- ০৩.০৩.২০২৩ (শুক্রবার) – ভৌত বিজ্ঞান
- ০৪.০৩.২০২৩ (শনিবার) – ঐচ্ছিক বিষয়
শিক্ষা পরিষদের থেকে যে সকল সুযোগ-সুবিধা দেয়া হয়েছে তা হলো?
সুযোগ-সুবিধা গুলো দেয়া হচ্ছে এ সকল ছাত্র-ছাত্রী গুলো বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন তাদের জন্য।
- যে সকল শিক্ষার্থীরা বিশেষ ক্ষমতা সম্পন্ন তাদের অতিরিক্ত সময় দেয়া হবে।
- দৃষ্টি সংক্রান্ত অসুবিধা থাকলে আতশ কাজের ব্যবহার করতে পারবে।
- পরীক্ষায় তারা সাইন ল্যাঙ্গুয়েজ প্রিন্টারও পেতে পারেন ।
- প্রশ্ন পড়ার জন্য সহকারী নিতে পারেন।
- যদি কারো চোখে সমস্যা থাকে তাহলে সে স্কেচ পেন দিয়ে পরীক্ষা দিতে পারবে। ছবি আঁকা এবং ম্যাপের জন্য বিকল্প প্রশ্ন থাকবে ।
- পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন।
- অসুস্থ হলে হাসপাতালের ব্যবস্থা করা হবে।
- এই পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন চেয়ার, টেবিল ,বেঞ্চের ব্যবস্থা করা হবে।
- পরীক্ষার্থীরা লেখক বা পাঠক দুটোই সুবিধা পেতে পারে কিন্তু সহকারী যেন নবম শ্রেণী বেশি পড়াশোনা না করে থাকে এবং বোর্ড থেকে তারা কোন অর্থ বা কোন সহযোগিতা পাবে না।
- যে সমস্ত পরীক্ষার্থী এরা চোখে কম দেখে এবং শ্রবণশক্তিও কম তাদের পরীক্ষার ফি দিতে হবে না।
অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন
মাধ্যমিক পরীক্ষা ২০২৩ কবে শুরু হবে?
২৩.০২.২০২৩ (বৃহস্পতিবার)
মাধ্যমিক পরীক্ষা ২০২৩ কবে শেষ হবে?
০৪.০৩.২০২৩ (শনিবার)