Mecon limited কোম্পানিতে শুরু হয়ে গেল নিয়োগ, আবেদনের পাবেন চাকরি 35 হাজার টাকা বেতন

ভারত সরকারের [ MECON LIMITED] দপ্তরে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে অনেক কর্মীকে নেওয়া হচ্ছে। আসুন জেনে নেয়া যাক কোথায় এসব কর্মী নেয়া হচ্ছে ? কিভাবে আপনি আবেদন করবেন? এবং কতগুলো শূন্য পদে রয়েছে ? সবকিছু বিস্তারিতভাবে আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে।

আরো অনেক –গ্রুপ সি পদের জন্য চালু হচ্ছে এই চাকরির ফরম ফিলাপ, বেতন 30,000 টাকা | FRI recruitment 2022:

বিষয় তালিকা

Employment number-

11.73.4.1/2022/cont /01

শূন্য পদের সংখ্যা

161 গুলো শূন্য পদে নিয়োগ দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী/ ডিপ্লোমা থাকতে হবে|

বয়স সীমা

  • কিছু কিছু পদের জন্য সর্বোচ্চ বয়স 32 বছর
  • আসিস্টান ইঞ্জিনিয়ারিং পদের জন্য সর্বোচ্চ বয়স 63 বছর
  • ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 36 বছর
  • সিনিয়র কনসালট্যান্ট পদের জন্য সর্বোচ্চ 54 বছর
  • সিনিয়র অফিসার পদের জন্য সর্বোচ্চ বয়স 50 বছর
  • executive /assitant executive সর্বোচ্চ বয়স 30 বছর

মাসিক বেতন

প্রতি মাসে প্রার্থীকে 35000 টাকা থেকে 83 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকবে

আবেদনের পদ্ধতি

প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে এবং সেখানে বৈধ ইমেইল এবং অন্যান্য সমস্ত কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে।

আবেদন ফি

এই পদের জন্য প্রার্থীকে ১০০০ টাকা করে আবেদন ফি দিতে হবে সেটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ৭ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে আপনি এই পদের জন্য আবেদন জানাতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

MECON LIMITED:মাসিক বেতন কত

37000 টাকা থেকে 83 হাজার টাকা পর্যন্ত

MECON LIMITED:আবেদনের শেষ তারিখ

আগামী ৭ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে আপনি এই পদের জন্য আবেদন জানাতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

Leave a Comment